চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের স্বাক্ষর জাল করে বানানো ভুয়া অবিবাহিত সনদের মেয়াদ বৃদ্ধি করতে গিয়ে মোহাম্মদ আকতার (৪৯) নামে এক ব্যক্তি ধরা পড়েছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে জেলা প্রশাসকের কার্যালয় থেকে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। পরে কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেফতার দেখিয়েছে। শনিবার (২০ এপ্রিল) সকালে এ তথ্য নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি ওবায়েদুল হক।
গ্রেফতার মোহাম্মদ আকতার চট্টগ্রাম জেলার সন্দ্বীপ থানাধীন মাইটভাংগা আমিন খান বাড়ির শহিদুল্লাহ সরদারের ছেলে। থাকেন নগরীর হালিশহর থানাধীন আই ব্লকের ১০ নম্বর রোডের এক নম্বর বাড়িতে।
কোতোয়ালি থানার ওসি ওবায়েদুল হক বলেন, গত ১৮ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম জেলা প্রশাসকের স্টাফ অফিসার আল আমিন হোসেনের কাছে কামারুল হাসান নামে এক ব্যক্তির অবিবাহিত সনদের এর মেয়াদ বৃদ্ধির জন্য উপস্থাপন করা হয়। কাগজপত্র পর্যালোচনায় দেখা যায়, চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের স্বাক্ষর জাল করে মো. কামারুল হাসানের নামে অবিবাহিত সনদ করা হয়েছিল। এ ঘটনায় তাকে আটক করে মামলা দায়ের করা হয়। এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।