চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় খালের পানির স্রোতে ভেসে যাওয়া নানি-নাতির লাশ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। মঙ্গলবার (১১ জুন) উপজেলার পৃথক স্থান থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের রাঙ্গুনিয়া স্টেশন কর্মকর্তা কামরুজ্জামান সুমন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, রাঙ্গুনিয়া উপজেলার ইছামতী নদীর পারুয়া সৈয়দনগর থেকে নানি রোকেয়া বেগমের (৫০) মৃতদেহ সন্ধ্যায় উদ্ধার করা হয়। এর আগে বিকালে দক্ষিণ খন্ডলিয়া পাড়া এলাকার ইছামতী নদী থেকে উদ্ধার করা হয় নাতি ইসমাইল হোসেনের (৮) মৃতদেহ। অর্থাৎ যেখান থেকে নিখোঁজ হয়েছিল তার আড়াই কিলোমিটার দূর থেকে নাতির লাশ এবং সাড়ে তিন কিলোমিটার দূর থেকে নানির লাশ উদ্ধার করা হয়।
এর আগে, সোমবার (১০ জুন) দুপুরে উপজেলার রাজানগর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের শিয়ালবুক গ্রামের খালে পানির স্রোতে তারা ভেসে যায়। রোকেয়া বেগম শিয়ালবুক গ্রামের আবদুল জলিলের স্ত্রী। তার নাতি ইসমাইলের বাবার বাড়ি রাঙামাটি পার্বত্য জেলার মাইনী এলাকায়, তবে সে থাকতো নানার বাড়িতে। তার বাবার নাম মোহাম্মদ হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙ্গুনিয়ার শিয়ালবুক গ্রামের খালের অপর পাড়ে খীলাটিলা নামক জায়গায় নিখোঁজ রোকেয়া বেগমের গরুর খামার রয়েছে। খামারের গরুকে কুকুর আক্রমণ করেছে এমন খবরে নাতি ও তার এক প্রতিবেশীসহ খামারে যাচ্ছিলেন রোকেয়া বেগম। এ সময় প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে শিয়ালবুক খাল পায়ে হেঁটে পার হওয়ার চেষ্টা করেন তারা। খালে নামলে বৃষ্টিতে পাহাড়ি ঢলে খালের তীব্র স্রোতের কবলে পড়ে যান। এর মধ্যে একজন তীরে উঠতে পারলেও নানি-নাতি স্রোতে ভেসে যান।