X
শুক্রবার, ০৯ মে ২০২৫
২৬ বৈশাখ ১৪৩২

বিল বকেয়া, রাঙামাটি পাসপোর্ট অফিসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

রাঙামাটি প্রতিনিধি
২৬ জুন ২০২৪, ০৪:৩৮আপডেট : ২৬ জুন ২০২৪, ০৪:৩৮

রাঙামাটি আঞ্চলিক পাসপোর্ট অফিসের ছয় লাখ ৪৩ হাজার টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকায় লাইন বিচ্ছিন্ন করেছে বিদ্যুৎ বিভাগ। এতে ওই পাসপোর্ট অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষ পড়েন ভোগান্তিতে।

মঙ্গলবার (২৫ জুন) সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ লাইন সংযোগ দেয়নি রাঙামাটি বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ না থাকায় পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের অলস সময় পার করতে দেখা গেছে। দূর-দূরান্ত থেকে সেবা নিতে আসা লোকজন পড়েন ভোগান্তিতে। কবে এই সংযোগ দেওয়া হবে এই বিষয়ে সঠিক কোনও উত্তর দিতে পারেননি পাসপোর্ট অফিসের কর্তারা।

সেবা নিতে আসা ছাত্র সবুজ চাকমা বলেন, একটি সরকারি অফিস- এখানে বিদ্যুৎ নেই বলে বসিয়ে রাখা রয়েছে। বিদ্যুতের বিকল্প জেনারেটর ব্যবস্থা রাখা গেলে মানুষকে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হতো না।

সেবা নিতে আসা পরেশ কুমার মজুমদার বলেন, সকাল সাড়ে ১০টায় পাসপোর্ট অফিসে যাই। যারা আছেন তাদের কাছে জানতে চাইলে বলেন, বিদ্যুৎ এলে কাজ হবে। দুপুর ১২টা পর্যন্ত অফিস বিদ্যুৎ সংযোগ ছিল না। পরে আবার জানতে চাইলে জানান, বিল বকেয়া থাকার লাইন বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ বিভাগ।

তিনি আরও বলেন, তারা বিল বকেয়া রেখেছে। এতে আমরা কেন ভোগান্তিতে পড়বো?

রাঙামাটি পৌরসভার ১, ২ ও ৩নং ওয়ার্ডের সাবেক মহিলা কাউন্সিলর রূপসী দাশগুপ্ত বলেন, বকেয়া বিলের জন্য বিদ্যুৎ লাইন কেটে দিয়েছে। এটা বলে দিলে আর কাউকে অপেক্ষা করতে হতো না। কিন্তু দেখুন অফিসের লোকজন কাউকে কিছু না বলে বসিয়ে রেখেছে সারা দিন। এটা দুঃখজনক ঘটনা।

রাঙামাটি বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জালাল উদ্দিন বলেন, রাঙামাটি আঞ্চলিক পাসপোর্ট অফিসকে বিল পরিশোধের জন্য চিঠি দেওয়া হলেও তারা উত্তর দেয়নি। ফলে মঙ্গলবার সকালে লাইনটি বিচ্ছিন্ন করা হয়েছে। ছয় লাখ ৪৩ হাজার টাকা বিল বকেয়া রয়েছে।

তিনি আরও জানান, তারা যদি একটি চিঠি দিয়ে জানায়, কখন বিলটি পরিশোধ করবে তাহলে বিষয়টি উচ্চ পর্যায়ে জানিয়ে মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে দ্রুত সংযোগ দেওয়ার চেষ্টা করা হবে।

রাঙামাটি আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-সহকারী পরিচালক মো. রেজুয়ানুল হক বলেন, আমাদের কাছে দুই লাখ টাকা বাজেট আছে। আর আমাদের অধিদফতর, জেলা প্রশাসকসহ সবাইকে বিষয়টি জানিয়েছি। জেলা প্রশাসকের পরামর্শে বিদ্যুৎ বিতরণ বিভাগকে পত্র দিয়েছি। আশা করছি, দ্রুত লাইনটি সংযোগ পাওয়া যাবে। সংযোগ পাওয়া গেলে দ্রুত সেবা কার্যক্রম শুরু হবে।

/এফআর/
সম্পর্কিত
‘বিদ্যুতের অবকাঠামো ও সংযোগে অগ্রগতি হলেও গঠনগত সমস্যা রয়েছে’
৯ মাস পর চালু হলো আগুনে পুড়ে যাওয়া নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিস
ইউনাইটেড পাওয়ারের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, বিদ্যুৎ না থাকায় ডিইপিজেডে উৎপাদন বন্ধ
সর্বশেষ খবর
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
হাফ ভাড়া নিয়ে তর্ক, কলেজশিক্ষার্থীকে বাস থেকে ফেলে হত্যার অভিযোগ
মঞ্চ থেকে হলো জুমার আজান,  নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
মঞ্চ থেকে হলো জুমার আজান, নামাজের পর বক্তব্য দেবেন নেতারা
ঢাকার ৩৩টি লেকের পাড়ে সবুজায়ন কার্যক্রম শুরু হচ্ছে আগামী সপ্তাহে
ঢাকার ৩৩টি লেকের পাড়ে সবুজায়ন কার্যক্রম শুরু হচ্ছে আগামী সপ্তাহে
ভারত-পাকিস্তান সংকটের গ্যাঁড়াকলে পড়তে চায় না যুক্তরাষ্ট্র
ভারত-পাকিস্তান সংকটের গ্যাঁড়াকলে পড়তে চায় না যুক্তরাষ্ট্র
সর্বাধিক পঠিত
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
‘সাবেক রাষ্ট্রপতির দেশত্যাগে জড়িতদের শাস্তি দিতে না পারলে আমি চলে যাবো’
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
জার্সি পরেই যমুনার সামনে দায়িত্বে রমনার ডিসি মাসুদ আলম
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
নৌ পুলিশের অভিযানে ২৭৬ জন গ্রেফতার, ১০ মরদেহ উদ্ধার
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে পদত্যাগ করলেন স্নিগ্ধ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে ৫৬ জনের পদত্যাগ, তুলেছেন দুর্নীতির অভিযোগ