X
শনিবার, ০৩ মে ২০২৫
২০ বৈশাখ ১৪৩২

চাঁদপুরে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন

চাঁদপুর প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২৪, ১৯:৫২আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১৯:৫২

চাঁদপুরের মতলব উত্তরে ছেলের ছুরিকাঘাতে বাবা আবদুস সোবহান প্রধান (৫৬) নিহত হয়েছেন। বুধবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার লুধয়া আমতলী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত আবদুস সোবহান প্রধান মতলব উত্তরের ফতেহপুর পূর্ব ইউনিয়নের ১নং ওয়ার্ডের লুধুয়া আমতলী গ্রামের আমির হোসেন প্রধানের ছেলে। নিহতের তিন তিন ছেলে। দুই ছেলের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছে।

বুধবার (১৬ অক্টোবর) দুপুর ১টায় মেজো ছেলে নোমান প্রধান (২৮) তিন মাস আগে প্রবাস থেকে আসেন। বাবার সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে বাবাকে ছুরি দিয়ে বুকে আঘাত করে বাড়ি থেকে পালিয়ে যান। এলাকাবাসী চিকিৎসার জন্য মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) খায়রুল কবির, মতলব উত্তর থানার ওসি রবিউল হক।

এ দিকে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে নোমানের স্ত্রী মীমকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে।

নিহতের ভাগনি আসমা আক্তার বলেন, আমার মামার (সোবহান প্রধানের) স্ত্রী বছর তিনেক আগে মারা গেছেন। সে থেকে মামা বিয়ে করার জন্য ছেলেদের জানালে জমি সংক্রান্ত বিরোধ চলছে। আমার মামাতো ভাই জামান ও নোমান প্রায়শই জমি তাদের নামে লিখে দেওয়ার জন্য মামার সঙ্গে ঝগড়া করতেন। মামার হত্যার সুষ্ঠু বিচার এবং হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আর যেন কোনও ছেলে খুনি না হয়।

মতলব উত্তর থানার ওসি রবিউল হক বলেন, এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য  নোমানের স্ত্রী মীম আক্তারকে আটক করা হয়েছে। পারিবারিক দ্বন্দ্বের কারণে ছেলে তার বাবাকে ছুরি দিয়ে বুকে আঘাত করলে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ছেলে পলাতক রয়েছে। তাকে গ্রেফতার করার জন্য চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
রাজধানীতে মাদরাসা শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রেমের জেরে পুলিশ সদস্যকে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬
টেকনাফে সরকারি বরাদ্দের মালামাল মিয়ানমারে পাচার
সর্বশেষ খবর
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর সশস্ত্র হামলার ঘটনায় মামলা
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর সশস্ত্র হামলার ঘটনায় মামলা
শহীদ মাহমুদ জঙ্গী: আড্ডাময় সমৃদ্ধ এক সংগীতজীবন
গীতিকবির গল্পশহীদ মাহমুদ জঙ্গী: আড্ডাময় সমৃদ্ধ এক সংগীতজীবন
দশ ঘণ্টা পর এসএসসি পরীক্ষার্থীসহ দুজনকে ফেরত দিলো বিএসএফ
দশ ঘণ্টা পর এসএসসি পরীক্ষার্থীসহ দুজনকে ফেরত দিলো বিএসএফ
হাওরে ধানের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ কৃষক
হাওরে ধানের বাম্পার ফলন হলেও দাম নিয়ে হতাশ কৃষক
সর্বাধিক পঠিত
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
কেন আবারও আন্দোলনে যাচ্ছেন সহকারী প্রাথমিক শিক্ষকরা?
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
সাবেক এমপি ও বিএনপি নেতার ওপর দিনে সশস্ত্র হামলা, রাতে বাড়িতে আগুন
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
আগে রওনা দিয়েও এড়ানো গেলো না ‘নোটাম’, শাহজালালের ফ্লাইট গেলো ওসমানীতে
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় ফার্মাসিস্ট যুক্ত করার কথা ভাবছে সরকার’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’
‘নারী সংস্কার কমিশনের প্রতি ঘৃণা উসকে দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিন’