X
রবিবার, ১৬ মার্চ ২০২৫
২ চৈত্র ১৪৩১

খরচ কমিয়ে টেকসই নির্মাণের নিশ্চয়তা দেয় ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’

কুমিল্লা প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২৫, ২২:৫৫আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ২২:৫৫

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রির অঙ্গপ্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট কংক্রিটের অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে ঢালাইয়ের কাজের জন্য বিশেষায়িত সিমেন্ট বাজারে নিয়ে এসেছে। গ্রাহকরা যখন ঢালাই করবেন, বিশেষ করে মাটির নিচে বা ছাদের জন্য তখন এই সিমেন্ট সবচেয়ে বেশি উপযোগী। অন্য সিমেন্টের তুলনায় এটি অনেক বেশি টেকসই। ওপিসির সমান দ্রুত জমাট বাঁধতে পারে। যার কারণে দ্রুত মজবুত হয়ে যায়। বাজারে যেসব সাধারণ সিমেন্ট মাল্টিপারপাস কাজে ব্যবহার করা হয়, তাদের তুলনায় গুণগতমানসম্পন্ন। প্রতিষ্ঠানটি বিশেষায়িত সিমেন্টের ব্র্যান্ডিং করছে ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’ নামে। 

এ উপলক্ষে কুমিল্লায় র‍্যাপিড হার্ডেনিং সিমেন্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) কুমিল্লার সদর উপজেলার ধনপুরে একটি রেস্তোরাঁয় সেমিনারের আয়োজন করা হয়। এতে ‘ঢালাই স্পেশাল সিমেন্ট’র গুণাগুণ ও মানসম্পন্ন দিকগুলো তুলে ধরে সার্বিক বিষয়ে আলোচনা করেন বক্তারা।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রাকিব আহসান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন গণপূর্ত অধিদফতরের সাবেক প্রধান প্রকৌশলী দেওয়ান মো. ইয়ামিন, সড়ক ও জনপথ অধিদফতরের সাবেক প্রধান প্রকৌশলী আমিনুর রহমান লস্কর, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রির সিনিয়র জিএম (ব্র্যান্ড) কাজী মো. মহিউদ্দিন, সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার (টিএসবিডি) সুদীপ্ত রায়, ডেপুটি জেনারেল ম্যানেজার (বিক্রয় ও বিপণন) আশিক আহমেদ, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (টিএসবিডি) বিদ্যুৎ কুমার বণিকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

‘ঢালাই স্পেশাল সিমেন্ট’র গুণাগুণ ও মানসম্পন্ন দিকগুলো তুলে ধরে সার্বিক বিষয়ে আলোচনা করেন বক্তারা

সেমিনারে প্রকৌশলীরা বলেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন ও নির্মাণসামগ্রী খাতে নতুন দ্বার উন্মোচন করেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রির অঙ্গপ্রতিষ্ঠান ইউনিক সিমেন্ট কংক্রিট। বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এসেছে ‘আর’ ক্যাটাগরির র‍্যাপিড হার্ডেনিং সিমেন্ট। যেকোনো স্থাপনার ছাদ, বিম ও কলামের জন্য বিশেষভাবে তৈরি এই কার্যকরী ব্লেন্ডেড সিমেন্ট বাংলাদেশের নির্মাণসামগ্রী খাতে যুগান্তকারী পদক্ষেপ। ইউনিক সিমেন্ট কংক্রিটের তৈরি ঢালাই স্পেশাল সিমেন্ট বিশেষ ধরনের ব্লেন্ডেড সিমেন্ট। যা ওপিসি (অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট) ও পিসিসি (পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট) সিমেন্টের বিশেষ বৈশিষ্ট্যগুলোকে একত্রিত করেছে। এই সিমেন্ট দ্রুত দৃঢ়তা অর্জন করে এবং দীর্ঘমেয়াদি স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করে। যেকোনো নির্মাণকাজে ছাদ, বিম ও কলামের দ্রুত এবং শক্তিশালী নির্মাণের জন্য এটি অত্যন্ত কার্যকর। ঢালাইয়ের প্রথম দুই দিনেই ওপিসি সিমেন্টের সমান দৃঢ়তা অর্জন করে এটি। র‍্যাপিড হার্ডেনিং সিমেন্ট হওয়ায় দীর্ঘমেয়াদি শাটারিংয়ের প্রয়োজনীয়তা কমিয়ে খরচ বাঁচায়। এ ছাড়াও ৮০ থেকে ৯৪ শতাংশ ক্লিংকার যুক্ত হওয়ায় সাধারণ পিসিসি সিমেন্টের তুলনায় প্রায় ২৫ শতাংশ বেশি দৃঢ়তা দেয়।

/এএম/
সম্পর্কিত
সংশোধিত নির্মাণ বিধিমালা প্রণয়নের করার দাবি
অবকাঠামো উন্নয়নে স্থবিরতা, কমেছে রড সিমেন্টের দাম
‘কম খরচে স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করে ঢালাই স্পেশাল সিমেন্ট’
সর্বশেষ খবর
আবরার ফাহাদ হত্যা মামলা: হাইকোর্টের রায় ঘোষণা চলছে
আবরার ফাহাদ হত্যা মামলা: হাইকোর্টের রায় ঘোষণা চলছে
রাশিয়া ও ইউক্রেনের বিমান হামলা অব্যাহত, যুদ্ধবিরতির সম্ভাবনা অনিশ্চিত
রাশিয়া ও ইউক্রেনের বিমান হামলা অব্যাহত, যুদ্ধবিরতির সম্ভাবনা অনিশ্চিত
দরজায় তালা দিয়ে কাজে গেলেন মা, ঘরে পুড়ে প্রাণ গেলো কিশোরীর
দরজায় তালা দিয়ে কাজে গেলেন মা, ঘরে পুড়ে প্রাণ গেলো কিশোরীর
মায়ের হারানো ব্যাগ ফিরিয়ে দিয়ে শিশুসন্তান চুরি
মায়ের হারানো ব্যাগ ফিরিয়ে দিয়ে শিশুসন্তান চুরি
সর্বাধিক পঠিত
ছাত্রলীগের বিদ্রোহী অংশ বের না হলে আন্দোলন কঠিন হতো: নাহিদ ইসলাম
ছাত্রলীগের বিদ্রোহী অংশ বের না হলে আন্দোলন কঠিন হতো: নাহিদ ইসলাম
জামায়াতের ইফতারে যারা অংশ নিলেন
জামায়াতের ইফতারে যারা অংশ নিলেন
ডিবি হেফাজতে ‘শীর্ষ সন্ত্রাসী’ এজাজের মৃত্যুর অভিযোগ, পুলিশের অস্বীকার
ডিবি হেফাজতে ‘শীর্ষ সন্ত্রাসী’ এজাজের মৃত্যুর অভিযোগ, পুলিশের অস্বীকার
আমাদের কথা শোনা বন্ধের পরই বিএনপির পতন শুরু, ড. ইউনূসকে রক্ত দিয়ে নির্বাচিত করা হয়েছে
যশোরে ফরহাদ মজহারআমাদের কথা শোনা বন্ধের পরই বিএনপির পতন শুরু, ড. ইউনূসকে রক্ত দিয়ে নির্বাচিত করা হয়েছে
মাগুরার সেই শিশুর বোনের শ্বশুরের দায় স্বীকার
মাগুরার সেই শিশুর বোনের শ্বশুরের দায় স্বীকার