X
সোমবার, ১৭ মার্চ ২০২৫
৩ চৈত্র ১৪৩১

সাবেক ছাত্রদল নেতাকে গুলি, মারা গেছে ভেবে ফেলে গেলো দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৪আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৫

চট্টগ্রামের রাউজান উপজেলায় পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবু (৩৮) নামে এক সাবেক ছাত্রদল নেতা গুলিবিদ্ধ হয়েছেন। তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রামের বেসরকারি এভারকেয়ার হাসপাতালে ভর্তির পর চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের উত্তর গুজরা গ্রামের শ্রী শ্রী অন্নদা ঠাকুর আদ্যপীঠ রামকৃষ্ণ সংঘ মন্দিরসংলগ্ন পুকুরপাড়ে এই গুলির ঘটনা ঘটে।

আহত পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবু চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য। তিনি রাউজান সদর ইউনিয়নের নতোয়ান বাগিচা খানখানবাদ এলাকার হাফেজ মাওলানা নুর মোহাম্মদের ছেলে। এলাকায় তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

অন্নদা ঠাকুর আদ্যপীঠ রামকৃষ্ণ সংঘ মন্দির পুরোহিত তপন চক্রবর্তী বলেন, ‘মন্দিরের সামনের পুকুরে ঘাট তৈরির জন্য সরকারি বরাদ্দ এসেছে। এ কাজ করছেন পেয়ার মোহাম্মদ। কাজ শুরুর জন্য পুকুরের পানি সেচ দিচ্ছেন। সে কাজ দেখার জন্য আসার পর একদল দুর্বৃত্ত এসে তাকে গুলি করে পালিয়ে যায়। আমি ঘটনাস্থলে ছিলাম না। তবে আমার প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা আছে। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে গেছে।’

আরাফাত হোসেন নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘দুর্বৃত্তরা তাকে (পেয়ার মোহাম্মদ) গুলি করে মারা গেছে মনে করে পুকুরপাড়ে ফেলে যায়। আমরা তাকে উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকদের পরামর্শে পরে বেসরকারি এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ওই হাসপাতালের চিকিৎসকরা।’

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ বেলা সাড়ে ১১টার দিকে পূর্ব গুজরা ইউনিয়নের আদ্যপীঠ মন্দিরে ভান্ডারির ভেতর পুকুরপাড়ে পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবু নামে এক ব্যক্তিকে কে বা কারা গুলি করে পালিয়ে গেছে। তাকে উদ্ধার করে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গেছে। রাজনৈতিক বিরোধ এবং আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে শুনেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
যশোরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণে জড়িতদের প্রকাশ্যে ফাঁসির দাবি
ভোটার হতে ছবি তুলে ফেরার পথে প্রাণ গেলো দুই বন্ধুর, আরেকজন হাসপাতালে
মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ সদস্য
সর্বশেষ খবর
জুলাই আন্দোলনে ঢাবিতে ছাত্রলীগের হামলা, জড়িত ১২৮ শিক্ষার্থী বহিষ্কার
জুলাই আন্দোলনে ঢাবিতে ছাত্রলীগের হামলা, জড়িত ১২৮ শিক্ষার্থী বহিষ্কার
শিশু ধর্ষণ মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে: আইন উপদেষ্টা
শিশু ধর্ষণ মামলার বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হচ্ছে: আইন উপদেষ্টা
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মিডিয়া সেল গঠন
ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় মিডিয়া সেল গঠন
ঈদ-উল-ফিতর উপলক্ষে যান চলাচলে ডিএমপির নির্দেশনা
ঈদ-উল-ফিতর উপলক্ষে যান চলাচলে ডিএমপির নির্দেশনা
সর্বাধিক পঠিত
জাতিসংঘ মহাসচিবের সফরে এক ঢিলে তিন পাখি
জাতিসংঘ মহাসচিবের সফরে এক ঢিলে তিন পাখি
ফুল কিনতে যাওয়া তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই ছাত্রদল নেতাসহ আটক ৪
ফুল কিনতে যাওয়া তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুই ছাত্রদল নেতাসহ আটক ৪
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র: এনডিটিভিকে মার্কিন গোয়েন্দা প্রধান
বাংলাদেশের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র: এনডিটিভিকে মার্কিন গোয়েন্দা প্রধান
আসন্ন এসএসসি পরীক্ষা অনুষ্ঠানে চ্যালেঞ্জ দেখছেন শিক্ষা উপদেষ্টা
আসন্ন এসএসসি পরীক্ষা অনুষ্ঠানে চ্যালেঞ্জ দেখছেন শিক্ষা উপদেষ্টা
সোমবার বেবিচক কর্মচারীদের বিক্ষোভ
সোমবার বেবিচক কর্মচারীদের বিক্ষোভ