X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

সাবেক ছাত্রদল নেতাকে গুলি, মারা গেছে ভেবে ফেলে গেলো দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৪আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৫

চট্টগ্রামের রাউজান উপজেলায় পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবু (৩৮) নামে এক সাবেক ছাত্রদল নেতা গুলিবিদ্ধ হয়েছেন। তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রামের বেসরকারি এভারকেয়ার হাসপাতালে ভর্তির পর চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের উত্তর গুজরা গ্রামের শ্রী শ্রী অন্নদা ঠাকুর আদ্যপীঠ রামকৃষ্ণ সংঘ মন্দিরসংলগ্ন পুকুরপাড়ে এই গুলির ঘটনা ঘটে।

আহত পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবু চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সদস্য। তিনি রাউজান সদর ইউনিয়নের নতোয়ান বাগিচা খানখানবাদ এলাকার হাফেজ মাওলানা নুর মোহাম্মদের ছেলে। এলাকায় তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।

অন্নদা ঠাকুর আদ্যপীঠ রামকৃষ্ণ সংঘ মন্দির পুরোহিত তপন চক্রবর্তী বলেন, ‘মন্দিরের সামনের পুকুরে ঘাট তৈরির জন্য সরকারি বরাদ্দ এসেছে। এ কাজ করছেন পেয়ার মোহাম্মদ। কাজ শুরুর জন্য পুকুরের পানি সেচ দিচ্ছেন। সে কাজ দেখার জন্য আসার পর একদল দুর্বৃত্ত এসে তাকে গুলি করে পালিয়ে যায়। আমি ঘটনাস্থলে ছিলাম না। তবে আমার প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা আছে। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে গেছে।’

আরাফাত হোসেন নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘দুর্বৃত্তরা তাকে (পেয়ার মোহাম্মদ) গুলি করে মারা গেছে মনে করে পুকুরপাড়ে ফেলে যায়। আমরা তাকে উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকদের পরামর্শে পরে বেসরকারি এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে ওই হাসপাতালের চিকিৎসকরা।’

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজ বেলা সাড়ে ১১টার দিকে পূর্ব গুজরা ইউনিয়নের আদ্যপীঠ মন্দিরে ভান্ডারির ভেতর পুকুরপাড়ে পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবু নামে এক ব্যক্তিকে কে বা কারা গুলি করে পালিয়ে গেছে। তাকে উদ্ধার করে স্থানীয় লোকজন হাসপাতালে নিয়ে গেছে। রাজনৈতিক বিরোধ এবং আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে শুনেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
রাজধানীতে ছিনতাইকারী ও দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত ৩
সর্বশেষ খবর
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
পাবনায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
পুতিনের সঙ্গে ফোনালাপে কোনও অগ্রগতি হয়নি: ট্রাম্প
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল