X
বুধবার, ১৯ মার্চ ২০২৫
৫ চৈত্র ১৪৩১

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-বৈষম্যবিরোধীদের পাল্টাপাল্টি কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩০আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৩০

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের জের ধরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। কুয়েটের ঘটনায় তিনটি সংগঠন ক্যাম্পাসের জিরো পয়েন্টে পৃথক কর্মসূচি দেয়। শুরুতে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের মুখোমুখি অবস্থান তৈরি হয়। এ সময় দুই সংগঠনের নেতাকর্মীরা ‘ভুয়া’ ‘ভুয়া’ বলে পাল্টাপাল্টি স্লোগান দেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও ছাত্রদলের উদ্দেশে স্লোগান দিতে থাকেন।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ক্যাম্পাসের জিরো পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল কুয়েটে তাদের দলীয় নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ কর্মসূচি পালন করতে আসে। সেখানে আগে থেকেই শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ইনকিলাব মঞ্চ অবস্থান কর্মসূচি পালন করছিল। এরপর বৈষম্যবিরোধীরা জিরো পয়েন্টে আসেন ৯টা ৪০ মিনিটের দিকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাড়ে ৯টার দিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা জিরো পয়েন্ট এলাকায় আসেন। সেখানে অবস্থান করা ইনকিলাব মঞ্চের দিক থেকে ‘ভুয়া’ স্লোগান দেওয়া হয়। এরপর ছাত্রদলের নেতাকর্মীরা তাদের সঙ্গে তর্কে জড়ান। পরে ইনকিলাব মঞ্চ কর্মসূচি স্থগিত করে। কিছুক্ষণের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা এখানে উপস্থিত হন। তাদের সঙ্গেও ছাত্রদলের বাগবিতণ্ডা হয়। পরে ছাত্রদল মিছিল নিয়ে কাটা পাহাড় সড়ক হয়ে শহীদ মিনারের সামনে চলে যায়। আর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জিরো পয়েন্টে কর্মসূচি পালন করে।

ইনকিলাব মঞ্চের যুগ্ম সাধারণ সচিব এম এন উল্লাস বলেন, আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। আমরা যখন কর্মসূচি শুরু করি তখন আরও অনেক শিক্ষার্থী জিরো পয়েন্টে উপস্থিত ছিলেন। সেখান থেকেই ভুয়া স্লোগান দেওয়া হয়। বিশৃঙ্খলা বাড়তে পারে, এই আশঙ্কায় কর্মসূচি স্থগিত করেছি আমরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মাহফুজুর রহমান বলেন, কর্মসূচিতে অবস্থান নিয়ে তর্কাতর্কি হয়েছে। কোনও সংঘাত হয়নি। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেছি আমরা।

বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান বলেন, একটি গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা সাধারণের ব্যানারে এসে উসকানি দিয়েছেন। এ নিয়ে তর্ক হয়েছে। পরে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছি।

/এএম/এমকেএইচ/
সম্পর্কিত
৩ দিনের মধ্যে গণঅভ্যুত্থান নিয়ে সিনেমা প্রদর্শনীর নির্দেশ
সাংবাদিক মেহেদী হাসানের হত্যাকারীদের শাস্তির দাবি পরিবারের
সাবেক আইজিপি মামুন ও সাবেক ওসি আবুল হাসান রিমান্ডে
সর্বশেষ খবর
জামায়াতের আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
জামায়াতের আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎ
রাতের আঁধারে সড়ক ঢালাই, ভিডিও করায় যুবককে মারধর করলেন যুবদলের দুই নেতা
রাতের আঁধারে সড়ক ঢালাই, ভিডিও করায় যুবককে মারধর করলেন যুবদলের দুই নেতা
নোয়াবের ৩ দিন ঈদের ছুটি ঘোষণায় ডিআরইউ’র প্রতিবাদ
নোয়াবের ৩ দিন ঈদের ছুটি ঘোষণায় ডিআরইউ’র প্রতিবাদ
ঈদে চাঁদপুর-ঢাকা নৌপথে ফিটনেসহীন লঞ্চ চলবে না
ঈদে চাঁদপুর-ঢাকা নৌপথে ফিটনেসহীন লঞ্চ চলবে না
সর্বাধিক পঠিত
প্রশাসনে চলছে চাপা ক্ষোভ ও উত্তেজনা
প্রশাসনে চলছে চাপা ক্ষোভ ও উত্তেজনা
সরকারের হস্তক্ষেপে ৭৫% কমলো এয়ার টিকিটের মূল্য
সরকারের হস্তক্ষেপে ৭৫% কমলো এয়ার টিকিটের মূল্য
নাজমুল হাসান পাপনের দেখা মিললো লন্ডনে
নাজমুল হাসান পাপনের দেখা মিললো লন্ডনে
রাজধানীতে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি, আহত ১২ পুলিশ
রাজধানীতে ধর্ষণের অভিযোগে যুবককে গণপিটুনি, আহত ১২ পুলিশ
রাষ্ট্রদ্রোহ মামলায় প্রাথমিকের শিক্ষক গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলায় প্রাথমিকের শিক্ষক গ্রেফতার