পুলিশ পরিচয় দিয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীতে রাবার বাগানের গুদামঘরে ঢুকে একদল সশস্ত্র ডাকাত। বাগানে থাকা শ্রমিক ও অন্যান্যদের পুলিশের পোশাক এবং তাদের সঙ্গে থাকা অস্ত্র দেখে সন্দেহ হয়। পরে বিষয়টি বুঝতে আশপাশের মানুষদের ডেকে আনলে স্থানীয় লোকজন জড়ো হয়।
এ সময় অবস্থা বেগতিক দেখে ফাঁকা গুলি ছুড়ে ডাকাত দল পালিয়ে যাওয়ার একজনকে অস্ত্রসহ আটক করে জনতা। পরে তাকে পুলিশে দেয় তারা। এদিকে, ডাকাতের এলোপাতাড়ি গুলিতে দুজন এলাকাবাসী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রবিবার (৯ মার্চ) গভীর রাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারীর রাবার বাগানে এ ঘটনা ঘটে। গ্রেফতার হওয়া ডাকাতের নাম আব্দুল করিম (৪০)। সে কক্সবাজারের রামুর ঈদগড়ের করলিয়ামুরা গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার গভীর রাতে বাইশারীর ইউনিয়ন পরিষদের কাছে পুলিশ পরিচয় দিয়ে একটি রাবার বাগানের গুদামঘরে হানা দেয় ৭-৮ জন সদস্যের ডাকাত দলটি। এ সময় তারা রাবার লুট করতে গেলে বাগানের কর্মচারীদের তাদের পোশাক, অস্ত্র ও চালচলনে সন্দেহ হলে পাড়াবাসীদের খবর দেয়। পরে পাড়াবাসীরা আসলে ডাকাত দলটি ফাঁকা গুলি করে পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়। এ সময় ডাকাতের এলোপাতাড়ি গুলিতে দুজন এলাকাবাসী আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বাইশারীর সাবেক চেয়ারম্যান মো. আলম কোম্পানী জানান, ডাকাতদের গুলিতে মো. আলী (৫৫) ও মকবুল হোসেন (৪১) নামের স্থানীয় দুই জন বাসিন্দা আহত হয়েছেন।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসরুরুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ডাকাত দল রাবার বাগানের গুদামে হানা দেওয়ার ঘটনায় একটি মামলা হয়েছে। মামলায় গ্রেফতার হওয়া ডাকাত আব্দুল করিমসহ আরও পাঁচ-ছয় জনকে আসামি করা হয়েছে। গ্রেফতার হওয়া আব্দুল করিমকে আদালতে তোলা হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।’