অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস নিজ গ্রামের বাড়ি হাটহাজারীর শিকারপুর ইউনিয়নের বাথুয়া গ্রামে দাদা-দাদিসহ প্রয়াত স্বজনদের কবর জেয়ারত করেছেন।
বুধবার (১৪ মে) বিকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন শেষে তিনি গ্রামের বাড়িতে আসেন।
নিজ গ্রামবাসী, পাড়া-প্রতিবেশী, আত্মীয়স্বজনের সঙ্গে সাক্ষাৎ করে আনন্দময় কিছু সময় কাটান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একান্ত আপনজন ঘরের মানুষ, যিনি সরকারকে নেতৃত্ব দিচ্ছেন তাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন গ্রামের লোকজন।
এ সময় তিনি গ্রামবাসীর উদ্দেশে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় ছড়া, শ্লোক, স্মৃতিচারণ করেন। এসব শুনে উচ্ছ্বাসে ফেটে পড়েন গ্রামবাসী।
এ সময় ড. ইউনূস বলেন, খুব ভালো লাগছে সবাইকে দেখে। আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন সভায় এসেছিলাম। বাড়ির কাছে এসেছি, কোনোরকমে বাড়ির দিকে নিয়ে যেতে পারো কিনা দেখো। নড়াচড়া করা মুশকিল, অনেক আয়োজন লাগে। সবার সঙ্গে দেখা করে গেলাম। আশা করি, ভবিষ্যতে আরও আসা-যাওয়া হবে। আমার জন্য দোয়া রাখবেন।
এর আগে, প্রধান উপদেষ্টা হাটহাজারীতে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠিত প্রথম শাখা ও ‘জোবরা জাদুঘর’ পরিদর্শন করেন।
বুধবার সকাল ৯টা ২০ মিনিটে বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন। এরপর প্রথমে ছুটে যান চট্টগ্রাম বন্দরে। চট্টগ্রাম বন্দর পরিদর্শনের মধ্যে দিয়ে শুরু হওয়া দিনব্যাপী কর্মসূচি শেষ হয় নিজ গ্রামে স্বজন এবং পাড়া-প্রতিবেশীদের সঙ্গে সাক্ষাতের মধ্যে দিয়ে।