চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ মে) দুপুর ১২ টা থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত চান্দগাঁও থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আফতাব উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
ওসি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় চান্দগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে ৪০ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা মামলায় ১ জন, অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৩২ জন, জিআর/সিআর মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ৫ জন ও হত্যা মামলায় আরও দুই আসামিকে গ্রেফতার করা হয়।’