X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ জানুয়ারি ২০১৭, ২০:১৫আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ২০:১৭

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় বালু ভরাট ও জমি দখল করে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ ২০ জন আহত হয়েছেন। ওই সময়ে হাতবোমা বিস্ফোরণ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। মঙ্গলবার বিকালে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া ও পূর্বগ্রাম এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী জানান, শীতলক্ষ্যা নদীর তীর ঘেঁষা চনপাড়া ও পূর্বগ্রাম এলাকায় জমি ভরাট করছে সিটি গ্রুপ নামে প্রতিষ্ঠান। স্থানীয় লোকজনদের অভিযোগ বালু ভরাটের সময়ে অনেক কৃষকের জমিও দখল করা হচ্ছে। অপরিকল্পিত বালু ভরাটের কারণে অনেক কৃষকের ক্ষেতও নষ্ট হচ্ছে।

এসব নিয়ে সিটি গ্রুপের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে স্থানীয় লোকজন। মঙ্গলবার বিকাল ৪টায় কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহেদ আলী, ইউপি সদস্য বিউটি আক্তার কুট্টি ও হেলালের নেতৃত্বে শত শত এলাকাবাসী লাঠিসোটা, টেটা, বল্লমসহ দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে চনপাড়া পূনর্বাসন কেন্দ্র ও পুর্বগ্রাম এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। অপর দিকে সিটি গ্রুপের পক্ষ হয়ে কায়েতপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান বজলুর রহমান বজলু ও শমসেরের নেতৃত্বে পাল্টা বিক্ষোভ মিছিল বের করা হয়।

দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এতে জয়নাল, রাঙ্গা, হনুফা, জিয়াসমিন, ইয়াছিন, খালেক, জুয়েল, সাইফুল, আহাম্মদ, নাইম, বাবুল, জসিম গাজী, খাইরী, শাহিনুর, তাসলিমা, নাসরিন, দেলোয়ারা, শাইরি, শমসের ও কুদ্দুসসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
রূপগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০

কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহেদ আলী বাংলা ট্রিবিউনকে বলেন, সিটি গ্রুপ অপরিকল্পিতভাবে বালু ভরাট সঙ্গে কৃষকদের জমিও দখল করে নিচ্ছে। বিষয়টির প্রতিবাদ করতেই আমরা মিছিল বের করি। তখন সিটি গ্রুপের লোকজন আমাদের ওপর হামলা করে।

সিটি গ্রুপের দায়িত্বরত উপ ঠিকাদার শরীফ মিয়া জানান, সিটি গ্রুপের অধীনে একটি প্রজেক্টের প্রাচীর নির্মাণ ও বালি ভড়াটের কাজ শুরু করা হয় গত এক মাস আগে। সে সময় থেকেই স্থানীয় একটি সংঘবদ্ধ চাঁদাবাজ ও সন্ত্রাসী বাহিনী বিভিন্নভাবে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে জায়েদ আলী, হেলাল উদ্দিন, বিউটি আক্তার কুট্টিসহ তাদের লোকজন প্রজেক্টে হামলা চালায়।

ঘটনাস্থলে যাওয়া রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিন বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে ভেঙে পড়েছে গাছ-খুঁটি, কয়েক স্থানে জলাবদ্ধতা
বৃষ্টিতে চট্টগ্রাম নগরীতে ভেঙে পড়েছে গাছ-খুঁটি, কয়েক স্থানে জলাবদ্ধতা
চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়স বাড়ানো নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
খিলক্ষেতে নকশাবহির্ভূত ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান
খিলক্ষেতে নকশাবহির্ভূত ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে সারা দেশে ছাত্রলীগের বিক্ষোভ
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে সারা দেশে ছাত্রলীগের বিক্ষোভ
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ