X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে মেধাপাচার হতো না: বীরেন শিকদার

জাবি প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০১৭, ০৯:১৯আপডেট : ১৯ জানুয়ারি ২০১৭, ০৯:১৯

দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে মেধাপাচার হতো না: বীরেন শিকদার যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার বলেছেন, ‘আমাদের দেশের মেধা বাইরে চলে যাচ্ছে। দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হলে মেধাপাচার হতো না। অনেক তরুণ যে শিক্ষাগত যোগ্যতা নিয়ে বের হয় দেশে সে অনুযায়ী কাজের ক্ষেত্র পায় না। তাদের মেধার বিকাশ ঘটানোর মতো জায়গা আমরা এখনও তৈরি করতে পারিনি। প্রধানমন্ত্রী এগুলো নিয়ে ভাবছেন। সরকারের পরিকল্পনায় বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।’

বুধবার সাভারের শেখ হাসিনা জাতীয় যুব কেন্দ্রে পঞ্চম কর্মসোপান পাটাতন প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। দক্ষ মানবসম্পদ গড়তে অ্যাডভান্সিং পাবলিক ইন্টারেস্ট ট্রাস্ট (এপিআইটি) ফাউন্ডেশন ‘আমরা’ কোম্পানিজ এবং যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় মঙ্গলবার এই আবাসিক প্রশিক্ষণ কর্মশালা শুরু করেছে। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতক চতুর্থ বর্ষে পড়ছেন কিংবা সদ্য স্নাতক উত্তীর্ণ হয়েছেন এমন ৩৫ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছে। আজ  বৃহস্পতিবার এ কর্মশালা শেষ হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘শুধু কৃষি, পোশাক শিল্প ও রেমিট্যান্স দিয়ে অর্থনীতির কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো যাবে না। আমাদের আইটি সেক্টর, ওষুধ শিল্প দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। তরুণদের এখানে নেতৃত্ব দিতে হবে। তরুণদের মেধার উপযোগী নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি করতে হবে। দেশের যুবকদের দেশেই কাজের সুযোগ করে দিতে হবে।’ 

কর্মশালায় যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক আনোয়ারুল করিম বলেন, ‘যুব উন্নয়ন অধিদপ্তর যাত্রা শুরুর পর এখন পর্যন্ত ৪৮ লাখ মানুষকে প্রশিক্ষণ দিয়েছে। প্রতিবছর ২২ লাখ মানুষ কর্মক্ষেত্রে যাচ্ছে। আর পাঁচ লাখ বিদেশে যাচ্ছে।’

কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন কর্মসোপান পাটাতনের প্রশিক্ষক নাজুমল আরেফিন।

কর্মশালায় বক্তারা কাঙ্খিত চাকরি খোঁজার পন্থা, ইন্টারভিউ প্রদান, মৌলিক যোগাযোগ পদ্ধতি, অফিস ডেকোরাম, চাকরির ক্ষেত্রে প্রচলিত আইন ও নীতিমালা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আখতার উদ্দিন, ‘আমরা’ কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফরহাদ আহমেদ প্রমুখ। 

আজ বৃহস্পতিবার কর্মশালার সমাপনী দিনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটির সদস্য কিবরিয়া কেয়া চৌধুরী ছাড়াও সংশ্লিষ্ট উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

/বিটি/

আরও পড়ুন:
বোনের বাড়িতে রসরাজ, কাটছে না নিরাপত্তা নিয়ে শঙ্কা

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফেসবুক স্টোরিতে লালনের গান, আটক ব্যক্তির জামিন
ফেসবুক স্টোরিতে লালনের গান, আটক ব্যক্তির জামিন
খালেদা জিয়ার দুই মামলায় অভিযোগ গঠন শুনানি ২১ জুলাই
খালেদা জিয়ার দুই মামলায় অভিযোগ গঠন শুনানি ২১ জুলাই
অপু-বুবলীর ‘কথা-যুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
অপু-বুবলীর ‘কথা-যুদ্ধ’ চলমান, মাঝে শাকিবের বিয়ে গুঞ্জন!
মাদকসহ গ্রেফতার সংগীতশিল্পী এনামুল কারাগারে
মাদকসহ গ্রেফতার সংগীতশিল্পী এনামুল কারাগারে
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ