X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

নির্বাচনে না আসলে বিএনপির নাম-ঠিকানাও থাকবে না: শেখ সেলিম

গোপালগঞ্জ প্রতিনিধি
১৬ মার্চ ২০১৭, ১৫:৩৯আপডেট : ১৬ মার্চ ২০১৭, ১৫:৪২

নির্বাচনে না আসলে বিএনপির নাম-ঠিকানাও থাকবে না: শেখ সেলিম আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, ‘সহায়ক সরকারের দাবিতে বিএনপি নির্বাচনে আসা নিয়ে টালবাহানা শুরু করছে। আগামী নির্বাচনে বিএনপি না আসলে তাদের নাম-ঠিকানাই থাকবে না। তাদের অবস্থা মুসলিমলীগের থেকেও খারাপ হবে।’


বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া-শেওড়াবাড়ি-ডোমড়াশুর সড়কে কাজুলিয়াখালে ২ কোটি টাকা ব্যায়ে নবনির্মিত এলজিইডির ৩৩ মিটার আরসিসি গার্ডার সেতুর উদ্বোধনের সময় সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন।
শেখ সেলিম বলেন, ’৭১-এর পরাজিত শক্তি, ৭৫-এর খুনী, রাজাকার, স্বাধীনতাবিরোধী, যুদ্ধাপরাধী বিএনপি-জামায়াত এক জোট হয়ে ষড়যন্ত্র করছে। তারা একের পর এক বিশৃঙ্খলা ও নাশকতার চেষ্টা করছে। এদের শক্ত হাতে দমন করতে হবে।’
তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় এসে বাংলাদেশকে সম্ভাবনাময়ী রাষ্ট্রে পরিণত করেছেন। বাংলাদেশ সারাবিশ্বে এখন উন্নয়নের রোলমডেল। আগামী নির্বাচনে শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতা থাকলে ২০৪১ সালের আগেই আমরা উন্নত বিশ্বে পরিণত হবো।’
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘এই মাস স্বাধীনতার মাস। বঙ্গবন্ধুর জম্ম না হলে আমরা আজও স্বাধীন হতাম না। বঙ্গবন্ধু মানে স্বাধীনতা, বঙ্গবন্ধু মানে বাংলাদেশ। বঙ্গবন্ধুর জম্মের মাসে শেখ হাসিনার নেতৃত্বে আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূল করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়বো।
কাজুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে কাজুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু দাউদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী এ কে ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, কাজুলিয়া ইউপি চেয়ারম্যান মাখনলাল দাস, কাজুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামানসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সিদ্ধান্তের অপেক্ষায় রাজনৈতিক মামলা
অরাজনৈতিক মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশসিদ্ধান্তের অপেক্ষায় রাজনৈতিক মামলা
বাংলাদেশের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন অধিনায়ক খেলবেন না কেন?
বাংলাদেশের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন অধিনায়ক খেলবেন না কেন?
ইসরায়েলকে অস্ত্রের চালান দেওয়া স্থগিত করলো যুক্তরাষ্ট্র?
ইসরায়েলকে অস্ত্রের চালান দেওয়া স্থগিত করলো যুক্তরাষ্ট্র?
নকলের অভিযোগ, জবাব দিলেন ‘জংলি’র পরিচালক
নকলের অভিযোগ, জবাব দিলেন ‘জংলি’র পরিচালক
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র