X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

মরা গাছ যেখানে মরণ ফাঁদ!

রাজবাড়ী প্রতিনিধি
১৯ মে ২০১৭, ০৬:৩০আপডেট : ১৯ মে ২০১৭, ০৬:৫১
image

মরা গাছ যেখানে মরণ ফাঁদ! রাজবাড়ী জেলার বালিয়াকান্দি-মধুখালী সড়কটি ক্রমেই মরণ ফাঁদে পরিণত হচ্ছে। সড়কের বিভিন্ন স্থানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মরা গাছগুলো সামান্য বাতাস বা ঝড়েই ভেঙে পড়ছে। আর এতে দুর্ঘটনায় পড়ছে পথচারী ও বিভিন্ন যানবাহন।

সরেজমিনে দেখা গেছে, বালিয়াকান্দি-মধুখালী সড়কের ছগুরের মোড়বেতাঙ্গাশ্রীরামপুররহমতপুরসহ বিভিন্ন স্থানে রাস্তার দুপাশে বিভিন্ন প্রজাতির বড় আকারেরমৃত অথবা মৃতপ্রায় গাছগুলো শুকিয়ে দাঁড়িয়ে রয়েছে। এর মধ্যে ৭৬৬৮৬৩ ক্রমিক নম্বরের গাছগুলো ভেঙ্গে রাস্তার পাশে পড়ে আছে। এছাড়া ৭৬৬৭৮৫৭৯৬৮১৭৮৪৯ এবং ৮৪৪ ক্রমিক নম্বরের গাছগুলোর অধিকাংশ অংশ উই পোকা খেয়ে ফেলেছে। যেকোন সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে এসব গাছ।

সামান্য বাতাসেই গাছ উপড়ে পড়ায় আহত হচ্ছেন পথচারীরা। ক্ষতির সম্মুখীন হচ্ছে এ রুটে চলা বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন।

স্থানীয়রা বলছেন, বিশেষ করে রাতের আঁধারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গাছগুলো মরণ ফাঁদে পরিণত হয়। বিষয়টি মৌখিকভাবে একাধিকবার অবহিত করা হলেও এ নিয়ে স্থানীয় প্রশাসনের ‘কোনও মাথাব্যাথা নেই’ বলে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয় ব্যবসায়ী আলিম শেখ জানানগত কয়েকদিন আগেও সন্ধ্যার পর চলন্ত অটোবাইকের (থ্রি হুইলার)  উপর শুকনো গাছ ভেঙে পড়ে ২-৩ জন আহত হয়েছেন। এরকম ঘটনা প্রায়ই ঘটছে।

এ প্রসঙ্গে বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য মোঃ আব্দুল হান্নান মোল্লা বলেন‘মরা গাছগুলোর ব্যাপারে আমরা সরকারের অনুমোদন নিয়ে টেন্ডারের মাধ্যমে খুব দ্রুতই ব্যবস্থা গ্রহণ করবো।’

/এসএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ আহত
আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ আহত
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
কৃষকের মুখে হাসি কপালে চিন্তার ভাঁজ
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
টিভিতে আজকের খেলা (৫ মে, ২০২৪)
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
সর্বাধিক পঠিত
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ