X
শুক্রবার, ১০ মে ২০২৪
২৭ বৈশাখ ১৪৩১

গাজীপুরে সেই পরীক্ষার ভেন্যুতে আ. লীগের জনসভা বাতিল

গাজীপুর প্রতিনিধি
২৯ জুলাই ২০১৭, ১৩:৩১আপডেট : ২৯ জুলাই ২০১৭, ১৩:৩৭

ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে জনসভার প্রস্তুতি নেওয়া হচ্ছিল গাজীপুরে জেলা আওয়ামী লীগের পূর্ব ঘোষিত জনসভা স্থগিত করা হয়েছে। আজ শনিবার এই জনসভা হওয়ার কথা ছিল। গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে এই জনসভা করার সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। তবে শেষ মুহূর্তে আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে জনসভাটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দলের নেতাকর্মীরা।

আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমদ ও জেলা পর্যায়ের একাধিক নেতা জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের পরীক্ষা হওয়ার কথা রয়েছে ওই কলেজ কেন্দ্রে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বিষয়টি জেনে পরীক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে জনসভাটি স্থগিতের নির্দেশ দিয়েছেন। সকাল ১১টার দিকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে। বেলা ২টার দিকে জনসভা শুরু করার কথা ছিল। ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে জনসভার প্রস্তুতি নেওয়া হচ্ছিল

প্রসঙ্গত, আজ শনিবার (২৯ জুলাই) গাজীপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে জনসভাটি ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সপ্তাহ দুয়েক যাবত এ ব্যাপারে জেলার বিভিন্ন স্থানে পোস্টারিং, মাইকিংসহ নানাভাবে প্রচার চালানো হয়েছিল। গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সবুজের আবেদনের ভিত্তিতে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ কর্তৃপক্ষ জনসভার অনুমতিও দিয়েছিলেন।

জনসভায় উপস্থিত থাকার কথা ছিল গাজীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আ্যাডভোকেট রহমত আলী এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, সিমিন হোসেন রিমি এমপি, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান মো. আখতারুজ্জামান, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আ্যাডভোকেট আজমত উল্লাহ খান ও সাধারণ সম্পাদক আ্যাডভোকেট জাহাঙ্গীর আলমসহ অন্যান্য নেতাকর্মীদের। ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে জনসভার প্রস্তুতি নেওয়া হচ্ছিল

ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক জেরিনা সুলতানা বলেন, ‘জনসভার কারণে পরীক্ষার ভেন্যু পরিবর্তন করে ১৬’শ পরীক্ষার্থীকে চান্দনা চৌরাস্তা এলাকার কয়েকটি কলেজে স্থানান্তর করা হয়েছে। জনসভা স্থগিত হলেও পরিবর্তিত ভেন্যুতেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

/এফএস/

আরও পড়ুন- আ. লীগের জনসভার জন্য পরীক্ষা কেন্দ্র পরিবর্তন!

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘এভাবে আচমকা গোল হয়ে যাবে, চিন্তাও করিনি’
‘এভাবে আচমকা গোল হয়ে যাবে, চিন্তাও করিনি’
থামছে না মায়ের কান্না-আহাজারি, বাবা শোকে পাথর
থামছে না মায়ের কান্না-আহাজারি, বাবা শোকে পাথর
ঢাবিতে মাস্টার্সে ভর্তিতেও পরীক্ষা নেওয়ার পরিকল্পনা
ঢাবিতে মাস্টার্সে ভর্তিতেও পরীক্ষা নেওয়ার পরিকল্পনা
৯ বছর পলাতক থাকা আসামি গ্রেফতার
৯ বছর পলাতক থাকা আসামি গ্রেফতার
সর্বাধিক পঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
দেশের ব্যাংকগুলো ধ্বংস হচ্ছে, তার উদাহরণ এনআরবিসি: জিএম কাদের
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
২০ মিনিটে লালখানবাজার থেকে বিমানবন্দর, চলবে না অটোরিকশা-বাইক
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
রাশিয়াকে ঠেকাতে আরও অস্ত্র চাইলেন জেলেনস্কি
মুদ্রাপাচার বাড়ার কারণ জানালেন অর্থমন্ত্রী
মুদ্রাপাচার বাড়ার কারণ জানালেন অর্থমন্ত্রী