X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

বাবার কাছ থেকে জন্মদিনের পোশাক পাওয়া হয়নি মিথিলার

মাদারীপুর প্রতিনিধি
২১ আগস্ট ২০১৭, ০৭:৪৬আপডেট : ২১ আগস্ট ২০১৭, ০৭:৫১

মিথিলা ২০০৪ সালের ১ সেপ্টেম্বর ছিল মাদারীপুরের যুবলীগ নেতা লিটন মুন্সী ওরফে লিটুর একমাত্র মেয়ে ফারজানা আক্তার মিথিলার প্রথম জন্মদিন। তাই মেয়ের জন্য ঢাকা থেকে নতুন জামা কিনে নিয়ে আসার কথা ছিল বাবার। কিন্তু তার আর সেই জামা আনা হয়নি। এর ১১ দিন আগে অর্থাৎ ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় ঘটনাস্থলেই মারা যান লিটন মুন্সী।

মা, দাদা-দাদি, নানা-নানির মুখে বাবার কথা শুনেছে মিথিলা। জন্মদাতার স্মৃতি বলতে কাগজের একটি ছবিই তার একমাত্র সম্বল। সে এখন মাদারীপুরের স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণীতে পড়ে। নিজের নাম ও স্কুলের কথা বললেও বাবার কথা জানতে চাইলেই চুপসে যায় মিথিলা।

মিথিলা বাংলা ট্রিবিউনকে জানায়— সে বাবাকে দেখেনি। মায়ের কাছে শুনেছে, তার প্রথম জন্মদিনে বাবা ঢাকা থেকে জামা কিনে আনতে চেয়েছিলেন। সহপাঠীদেরকে তাদের বাবারা স্কুলে নিয়ে আসে দেখলে দীর্ঘশ্বাস ফেলে মিথিলা। সে তার বাবার হত্যার বিচার চায়।

মাদারীপুর শহরের পৌরসভার বটতলা এলাকার বাসিন্দা মিথিলার নানা-নানি কাশেম বেপারী ও রেহেনা বেগম কথা বলেন বাংলা ট্রিবিউনের সঙ্গে। তাদের কাছেই এখন থাকে সে। বর্তমান সরকারের পক্ষ থেকে কিছু সহায়তা দেওয়া হয় এই পরিবারকে। তবে মিথিলার বেড়ে ওঠার সঙ্গে স্বজনদের শঙ্কা বাড়ছে। তাদের অনুরোধ, সরকার যেন মিথিলার ভবিষ্যতের দিকেও লক্ষ্য রাখে।

২১ আগস্টের গ্রেনেড হামলায় মাদারীপুরের লিটন মুন্সীই শুধু নন, নিহত হন আরও দু’জন। তারা হলেন— কালকিনির রামারপোল গ্রামের বাসিন্দা ঢাকার রিকশাচালক ও শ্রমিক লীগ নেতা নাসিরউদ্দিন এবং ক্রোকিরচর গ্রামের মোস্তাক আহাম্মেদ। তাদের স্বজনরা হামলাকারীদের উপযুক্ত বিচার দাবি করেছেন।

/জেএইচ/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রাথমিক ও গণশিক্ষা উন্নয়ন কর্মসূচির অর্থ ব্যয় নিয়ে সংশয়
প্রাথমিক ও গণশিক্ষা উন্নয়ন কর্মসূচির অর্থ ব্যয় নিয়ে সংশয়
কোরবানির পশু আমদানির পরিকল্পনা নেই: প্রাণিসম্পদমন্ত্রী
কোরবানির পশু আমদানির পরিকল্পনা নেই: প্রাণিসম্পদমন্ত্রী
এসি বিক্রি বেড়েছে তিনগুণ, অনেক ব্রাঞ্চে ‘স্টক আউট’
এসি বিক্রি বেড়েছে তিনগুণ, অনেক ব্রাঞ্চে ‘স্টক আউট’
কুমিল্লার স্কুলে স্কুলে ‘পানির ঘণ্টা’ চালুর নির্দেশ
কুমিল্লার স্কুলে স্কুলে ‘পানির ঘণ্টা’ চালুর নির্দেশ
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে