X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

'রাজার' দাম পাঁচ লাখ টাকা

তানভীর মাহমুদ, রাজবাড়ী
২৩ আগস্ট ২০১৭, ১২:২০আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ১৪:১৮

`রাজা` (ছবি: প্রতিনিধি) নাম রাজা, ওজন ২০ মণ, নিকষ কালো দেখতে। শুনে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে কোন রাজা, কোন দেশের রাজা? তবে এ রাজা কোনও দেশের রাজা নয়। এই রাজা হচ্ছে রাজবাড়ী জেলার গরুর খামারি মিজানুর রহমান শাহিনুরের পালিত বিশাল আকৃতির কালো রংয়ের ষাঁড়। যার বর্তমান ওজন প্রায় ২০ মণের মতো বলে দাবি করেছেন রাজার মালিক শাহিনুর।তিনি রাজার জন্য দাম হাঁকছেন পাঁচ লাখ টাকা। ইতোমধ্যে রাজার দাম সাড়ে তিন লাখ টাকা উঠেছে বলে জানান তিনি।

শাহিনুরের খামারের কালো রংয়ের বিশাল আকৃতির এই শাহীওয়াল জাতের ষাঁড়ের গল্প ছড়িয়ে পড়েছে আশেপাশের জেলাগুলোতেও। প্রতিদিনই বিভিন্ন জেলা থেকে ক্রেতা এসে ভিড় করছে শাহিনুরের খামারে।

জেলা সদরের আহলাদীপুরের এপিসোড এ্যাগ্রো লি. এর মালিক গো খামারি মিজানুর রহমান শাহীনুর জানান, প্রতি বছরের মতো এবারও প্রায় ২০০টি ষাঁড় কোরবানির ঈদে বিক্রির জন্য খামারে লালন-পালন করা হয়েছে। এদের মধ্যে সবচেয়ে বড় এই রাজা। কালো রংয়ের রাজা উচ্চতায় ৫ ফুট ৬ ইঞ্চি ও আড়াআড়ি ৯ ফুট। আকৃতিতে বিশাল হওয়ায় তাকে খামারের সবাই ভালোবেসে রাজা বলেই ডাকে। মালিক শাহিনুরের সঙ্গে `রাজা` (ছবি: প্রতিনিধি)

রাজাকে প্রাকৃতিক খাদ্য খাইয়ে লালনপালন করা হয়েছে। প্রতিদিন তাকে খামারেই উৎপাদিত প্রাকৃতিক নেপিয়ার ঘাস, খড়, ছোলা, গমের ভূষি, চালের কুড়া, তিলের খৈল, পরিষ্কার পানি পান করানো হয়ে থাকে। নিয়মিত তাকে গোসল করানো হয়।

খামারে রাজার পাশাপাশি আরও ১৫টি বড় আকারের ষাঁড় রয়েছে। সেগুলোর প্রতিটিই প্রায় ১৫/১৬ মণের মতো ওজন। খামারে কোনও ষাঁড়কেই কোনও প্রকার মোটাতাজাকরণ ওষুধ দেওয়া হয়নি বলে দাবি মালিক শাহিনুরের। সবগুলোকেই প্রাকৃতিক খাদ্যে রিষ্টপুষ্ট করা হয়েছে বলে দাবি করেন তিনি।

আরও পড়ুন- মাগুরায় চাহিদার তুলনায় গরু বেশি, দাম নিয়ে শঙ্কায় খামারিরা

 

 

 

 

 

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যে দর্শনে পাকিস্তানকে কোচিং করাতে চান গিলেস্পি
যে দর্শনে পাকিস্তানকে কোচিং করাতে চান গিলেস্পি
‘কবরস্থানের উন্নয়নে’ কেটে ফেলা হলো অর্ধশতাধিক গাছ
‘কবরস্থানের উন্নয়নে’ কেটে ফেলা হলো অর্ধশতাধিক গাছ
টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট
বাংলাদেশ নারী ক্রিকেট দলটপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট
গুলিবিদ্ধ হয়ে আধাঘণ্টা ওষুধের দোকানের সামনে পড়ে থেকে মৃত্যু, বাড়িতে মাতম
গুলিবিদ্ধ হয়ে আধাঘণ্টা ওষুধের দোকানের সামনে পড়ে থেকে মৃত্যু, বাড়িতে মাতম
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?