X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

গাজীপুরে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা, পরীক্ষার্থীদের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি
০৯ এপ্রিল ২০১৮, ১৮:৩৭আপডেট : ০৯ এপ্রিল ২০১৮, ১৮:৩৭

গাজীপুরে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা, পরীক্ষার্থীদের বিক্ষোভ গাজীপুরে ভুল প্রশ্নপত্র বিতরণ করায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সোমবার (৯ এপ্রিল) দুপুর দেড়টা থেকে বিকাল আড়াইটা পর্যন্ত গাজীপুর শহরের রাজবাড়ী সড়কে তারা এ বিক্ষোভ করে।




বিক্ষোভকারীরা এসময় জয়দেবপুরের রাজবাড়ীর প্রধান সড়ক অবরোধ করে রাখে। গাজীপুরের আজিমুদ্দিন কলেজ কেন্দ্রে আইসিটি বিষয়ের এমসিকিউ (নৈর্ব্যক্তিক) প্রশ্নপত্রে এই ঘটনা ঘটে। গাজীপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা ওই কেন্দ্রের পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরে জেলা প্রশাসক (ডিসি) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির ঘটনাস্থলে এসে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনার কথা বললে দুপুর আড়াইটার দিকে তারা অবরোধ উঠিয়ে নেয়।
মানবিক শাখার পরীক্ষার্থী শাকিরা মাহমুদ ও বিজ্ঞান বিভাগের মৃত্তিকা জানান, পরীক্ষাকেন্দ্রে শিক্ষকেরা তাদের ‘‘লাউকপি” প্রশ্নপত্র বিতরণ করে। পরীক্ষা চলাকালে প্রশ্নপত্র অনেকটা জটিল মনে হয়েছে। পরে পরীক্ষা শেষে বাইরে বের হয়ে অন্য একটি কেন্দ্রের প্রশ্নপত্র যাচাই করে দেখতে পায় অন্যরা “ওলকপি” নামে প্রশ্নপত্রে পরীক্ষা দেয়। প্রশ্নপত্রে ভিন্নতার খবরটি মুহূর্তের মধ্যে অন্য সহপাঠীদের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে পরীক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে ও রাজবাড়ী সড়ক অবরোধ করে প্রতিবাদে মানববন্ধন করে।
পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত গাজীপুর সদর উপজেলা সমবায় কর্মকর্তা গোলাম মোর্শেদ মৃধা জানান, বিষয়টি সমাধানের জন্য জেলা প্রশাসক পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে বিকাল ৪টায় আলোচনায় বসেছেন।
এ ব্যাপারে গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর বলেন, ‘পরীক্ষা শুরুর আগে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তাকে প্রশ্নপত্রের সেট কোডের ক্ষুদে বার্তা পাঠানো হয়। ওই ট্যাগ কর্মকর্তা বার্তাটি পড়তে ভুল করেছেন। তিনি ১ এর পরিবর্তে ২ পড়েছেন।’
তিনি আরও বলেন, ‘পরীক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সমাধান দেওয়া হয়েছে। এ নিয়ে পরীক্ষা নিয়ন্ত্রককে চিঠি দিয়ে জানানো হয়েছে এবং কথা বলা হয়েছে। পরীক্ষার্থীদের কোনও ক্ষতি হবে না।’
এদিকে প্রকৃত ঘটনা উদঘাটনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৯
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
তিন মাঠে সাকিব, মোসাদ্দেক, জাকিরের তাণ্ডব
তিন মাঠে সাকিব, মোসাদ্দেক, জাকিরের তাণ্ডব
খাড়িয়া ভাষা সংরক্ষণে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধান বিচারপতির
খাড়িয়া ভাষা সংরক্ষণে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান প্রধান বিচারপতির
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
কামরাঙ্গীরচরে নতুন ভবন নির্মাণের অনুমতি দিলো ডিএসসিসি
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম