X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৬ বৈশাখ ১৪৩১

রিয়াদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত মজিদের বাড়িতে শোকের মাতম

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৬ এপ্রিল ২০১৮, ০৩:৫৮আপডেট : ১৬ এপ্রিল ২০১৮, ১১:২৫

রিয়াদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত মজিদের বাড়িতে শোকের মাতম সৌদি আরবের রিয়াদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চন পৌরসভার বিরাব এলাকায় আব্দুল মজিদের বাড়িতে এখন শুধুই কান্না। সংসারের অভাব অনটন দূর করতে আত্মীয়স্বজন , বন্ধুবান্ধব ও এনজিও থেকে সুদে টাকা নিয়ে সৌদি আরব পাড়ি জমিয়েছিলেন আব্দুল মজিদ। কিন্তু গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সব শেষ হয়ে গেছে। মজিদের মা জৈবুন্নেছা শোকে কাঁদতে কাঁদতে জ্ঞান হারিয়ে ফেলছেন। বাবা আওলাদ হোসেন ছেলেকে হারিয়ে নির্বাক। সান্ত্বনা দিতে আসা স্বজনরাও কান্নায় ভেঙে পড়ছেন।
আব্দুল মজিদের স্ত্রী ময়না বেগম ৬ বছরের মেয়ে আমেনা আক্তারকে জড়িয়ে ধরে কাঁদছেন আর বলছেন, এই মেয়েকে নিয়ে কীভাবে সংসার চলাবো? কত স্বপ্ন ছিল মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবো। কিন্তু সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল।
ময়না বেগম আরও জানান, সংসারের অভাব দূর করতে সুদের ওপর ৪ লাখ টাকা নিয়ে ৭ জানুয়ারি পার্শ্ববর্তী পলাশ থানাধীন ডাঙ্গা কেন্দুয়াবো এলাকার নাজিম উদ্দিনের মাধ্যমে কাজের জন্য রিয়াদে যান তার স্বামী। সেখানে প্রায় ৩ মাস কোনও কাজ পাননি মজিদ। রিয়াদের আল নুরা ইউনিভারসিটি আবাসিক এলাকায় একটি ভবনের রুমে ৭/৮ জনের সঙ্গে থাকতো সে।
১২ দিন আগে সেখানকার একটি ইউনিভারসিটিতে ক্লিনারের কাজ পায় সে। প্রতিদিনের মতো রাতের কাজ শেষ করে শুক্রবার সকালে রুমে এসে ঘুমিয়ে পড়েন মজিদ। সকাল সাড়ে ৭টার দিকে হঠাৎ একটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই মজিদসহ রুমে থাকা সবাই মারা যান। দুপুরে মোবাইলের মাধ্যমে একই ভবনে থাকা রাশেদ খান নামে এক যুবক বড় ভাই বাছেদ আলীকে মজিদের মৃত্যুর খবর জানায়। বর্তমানে তার লাশ রিয়াদের সিমুচি হাসপাতাল মর্গে রয়েছে ।

আব্দুল মজিদের মা জেবুন্নেছা বেগম জানান, এখন সরকারের কাছে শুধু একটাই দাবি, ছেলেকে তো আর ফিরে পাবো না, লাশটা যেন দ্রুত দেশে এনে দেয়।
এ ব্যাপারে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, সৌদি আরবে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত আব্দুল মজিদের পরিবারের খোঁজ-খবর নিচ্ছি। লাশ দেশে আনাসহ পরিবারের লোকজনকে যেকোনও ধরনের সহায়তা করা হবে।

/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নামের বানান ভুল লিখলো সওজ, চলছে সমালোচনা
সরকার বিরোধিতা বিএনপির খাসলত: নানক
সরকার বিরোধিতা বিএনপির খাসলত: নানক
ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধে ছাত্র-জনতার বিক্ষোভ
ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যা বন্ধে ছাত্র-জনতার বিক্ষোভ
নয়াপল্টনে সমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি
নয়াপল্টনে সমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি
সর্বাধিক পঠিত
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
এবার কি ফুটপাত দখলমুক্ত হবে?
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা: আজিজ মোহাম্মদসহ ৩ জনের যাবজ্জীবন
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
আর্জেন্টাইন ক্লাবকে জামাল ভূঁইয়ার ২ কোটি টাকা পরিশোধের নির্দেশ ফিফার
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’
‘প্রেমটা থাকুক, বিয়ে কোনও এক সময় হয়ে যাবে’