X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

প্রাইভেটকার চালক হত্যা: পুত্রের যাবজ্জীবন, পিতা বেকসুর খালাস

মানিকগঞ্জ প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৮, ১৬:৩৫আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ১৬:৩৫

মানিকগঞ্জ মানিকগঞ্জের সিংগাইরে এক প্রাইভেটকার চালক হত্যা মামলায় জহিরুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অনাদায়ে আরও ৫ বছরের জরিমানা করেছেন আদালত। এই ঘটনায় জহিরুলের বাবা মো. খলিলুর রহমানকে বেকসুর খালাস দেওয়া হয়।

মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে জনাকীর্ণ আদালতে জেলা দায়রা জজ আদালতের সিনিয়র দায়রা জজ (বিচারক) মিজানুর রহমান খান আসামির উপস্থিতিতে এই রায় দেন।

আসামী পক্ষের আইনজীবী আবুল বাসার শুভ রায় এই তথ্য জানান।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার চান্দহর বাজারে ওই এলাকার জহুরুদ্দিনের ছেলে নাজমুল হোসেনকে ২০১৬ সালের ৩ মে সকাল ১০ টার দিকে শাবল দিয়ে আঘাত করা হয়। এতে গুরুতর আহতাবস্থায় নাজমুলকে উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নাজমুল।

এ ঘটনায় নাজমুলের বাবা জহুরুদ্দিন বাদী হয়ে জহিরুল ইসলাম ও তার বাবা খলিলুর রহমানের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে আজ মঙ্গলবার দুপুরে আসামি জহিরুল ইসলাম ও তার বাবা খলিলুর রহমানের উপস্থিতিতে আদালত এই রায় দেন। এ হত্যাকাণ্ডের সঙ্গে খলিলুর রহমানের অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে বেকসুর খালাস দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ছিলেন আব্দুস সালাম ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন আবুল বাসার শুভ।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফসোসে পুড়ছেন হৃদয়
আফসোসে পুড়ছেন হৃদয়
কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস, রাতভর জ্বলবে সুন্দরবন
কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস, রাতভর জ্বলবে সুন্দরবন
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভদের বড় পরাজয়
যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে কনজারভেটিভদের বড় পরাজয়
কাদিজকে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল
কাদিজকে হারিয়ে শিরোপার আরও কাছে রিয়াল
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ