X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

নারায়ণগঞ্জে পোশাক শ্রমিককে ধর্ষণের পর হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৮ মে ২০১৮, ১৪:৩২আপডেট : ২৮ মে ২০১৮, ১৫:১১

নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে এক পোশাক শ্রমিককে ধর্ষণের পর হত্যা মামলায় তিন আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার সকালে নারায়ণগঞ্জ জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. জুয়েল রানা এই আদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির হলো নাসির উদ্দিন বিটল, খোকন মিয়া ও ছফুন মিয়া। এ মামলায় চার আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। ঘটনার দীর্ঘ ১০ বছর পর এই রায় দেওয়া হলো।

আদালত সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১১ মার্চ রাতে আসমা বেগমকে নারায়ণগঞ্জ থেকে গার্মেন্টের কাজ শেষে শীতলক্ষ্যা নদীর বন্দর খেয়া পার হয়ে বাসায় ফেরার পথে অপহরণ করা হয়। পরদিন বন্দর উপজেলার কুশিয়ারা এলাকায় একটি জঙ্গল থেকে আসমার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তিনি সাতজনকে আসামি করে বন্দর থানায় মামলা দায়ের করা হয়।

আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন নিহত আসমা বেগমের বাবা রাজা মিয়া ও মা উম্মে হানি। ন্যায় বিচার পাননি দাবি করে তারা জানান, তারা সব আসামির মৃত্যুদণ্ড আশা করেছিলেন। দশ বছর ধরে তারা ন্যায় বিচারের আশায় ছিলেন। চার আসামি খালাস পেয়ে যাওয়ায় তারা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী রকিব উদ্দিন জানান, মামলার তদন্তে ২৪ জনকে সাক্ষী করা হয়। এরমধ্যে ১৪ জন আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেন। এতে প্রমাণ হয় দণ্ডপ্রাপ্ত আসামি নাসির উদ্দিন বিটল, খোকন মিয়া ও সফুন মিয়া আসমা বেগমকে উপর্যুপরি ধর্ষণ করার পর হত্যা করে। ময়নাতদন্ত প্রতিবেদনেও ধর্ষণ এবং শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া গেছে।

এই মামলার খালাসপ্রাপ্ত আসামিরা হলো, ছালে আহাম্মদ, হাসান কবির মেম্বার, আব্দুল আজিজ ও মো. মিজান।

আসামি পক্ষের আইনজীবী সুলতানুজ্জামান জানান, আসামি পক্ষ মনে করে রায় যথার্থ হয়নি। এই রায়ে আসামি পক্ষ ন্যায় বিচার পায়নি। আসামি পক্ষ উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

আইনজীবী মনিক মিয়া জানান, রায়ে আসামি ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। উচ্চ আদালতের রায়ে আসামিরা সুবিচার পাবে। এজন্য উচ্চ আদালতে আপিল করা হবে।

 

/জেবি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিরি আ’য় এবারই প্রথম এক ম্যাচে সব নারী রেফারি
সিরি আ’য় এবারই প্রথম এক ম্যাচে সব নারী রেফারি
ফেরিঘাটে টেম্পুর ধাক্কায় কলেজশিক্ষার্থী নিহত
ফেরিঘাটে টেম্পুর ধাক্কায় কলেজশিক্ষার্থী নিহত
পাকিস্তানে উপ-প্রধানমন্ত্রী হলেন ইসহাক দার, পরিবারতন্ত্রের অভিযোগ পিটিআইয়ের
পাকিস্তানে উপ-প্রধানমন্ত্রী হলেন ইসহাক দার, পরিবারতন্ত্রের অভিযোগ পিটিআইয়ের
দুই দফা অভিযানেও খোঁজ মেলেনি শিশুটির
দুই দফা অভিযানেও খোঁজ মেলেনি শিশুটির
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ