X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ফরিদপুরে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা

ফরিদপুর প্রতিনিধি
১৮ জুলাই ২০১৮, ২০:৫০আপডেট : ১৮ জুলাই ২০১৮, ২১:০২

ফরিদপুর

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নে গত রবিবার রাতে চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে (১২) দলবদ্ধ ধর্ষণের ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার সকালে নির্যাতনের শিকার শিশুর বাবা বাদী হয়ে চরভদ্রাসন থানায় মামলাটি দায়ের করেন।  

অভিযুক্ত আসামিরা হলেন, মন্টু খালাশীর ছেলে চঞ্চল খালাশী (২৪), অভি খালাশীর ছেলে সঞ্জয় খালাশী (২০), জদু মোল্যার ছেলে পান্নু মোল্যা (৪০) এবং দিরাজ উদ্দিনের ছেলে  কুদ্দুস (৪০)। আসামিরা সবাই সদর ইউনিয়নের খালাশী ডাঙ্গী গ্রামের বাসিন্দা।

মামলার এজাহারে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যার পর যে কোনও সময় অভিযুক্ত কুদ্দুস মেয়েটিকে গোপালপুর ঘাট সংলগ্ন ধৈঞ্চা ক্ষেতে ডেকে নিয়ে গেলে পান্নু মোল্যা মেয়েটির মুখ বেঁধে ফেলে। পরে সেখানে আগে থেকেই ওঁৎ পেতে থাকা চঞ্চল ও সঞ্জয়সহ চার জন মেয়েটিকে ধর্ষণ করে। পরে রাত আনুমানিক ১টার দিকে তাকে বাড়ির উঠানে ফেলে রেখে যায়।

মামলার আসামিদের বিষয়ে মেয়েটির বাবা বলেন, ‘মেয়ের জবানবন্দি অনুযায়ী অভিযুক্ত চারজনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। তবে এই ঘটনায় কোনও নির্দোষ ব্যক্তি হয়রানি স্বীকার হোক সেটা আমি চাই না।’ 

ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে স্বীকার করে চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ রাম প্রসাদ ভক্ত বলেন, ‘মেয়েটির বাবা বাদী হয়ে চারজনকে আসামি করে থানায় মামলা করেছেন। আমরা আসামিদের দ্রুত আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

তার বাবা আরও জানান, ‘রবিবার রাতে হঠাৎ করে মেয়েকে খুঁজে পাচ্ছিলাম না। পরিবারের সদস্যরা তাকে অনেক খোঁজাখুঁজি করে। পরে রাত আনুমানিক ১টার দিকে মেয়ের কান্না শুনে বেড় হয়ে তাকে বাড়ির উঠানে পাই। বর্তমানে সে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা