X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

দুই হাজার লোক নিয়ে এমপি’র শোডাউন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
১৩ সেপ্টেম্বর ২০১৮, ০৯:৪৮আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০১৮, ১০:২৭

মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের নির্বাচনি শোডাউন

আগামী নির্বাচনকে সামনে রেখে দুই হাজারেরও বেশি লোক নিয়ে নির্বাচনি শোডাউন করেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ কেন্দ্রীয কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস। তারা সবাই দলের কর্মী-সমর্থক বলে জানা গেছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকালে শহরের বঙ্গবন্ধু শেখ মুজিব সড়ক সংলগ্ন কৃষি ব্যাংক চত্বর এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন তিনি। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে ফের কৃষি ব্যাংক চত্বরে এসে শেষ হয়।

এর আগে, মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে শত শত নেতাকর্মীরা মিছিল নিয়ে কৃষি ব্যাংক চত্বরে এসে সমবেত হয়।





মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মৃণাল কান্তি দাসের নির্বাচনি শোডাউন ‘আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের ভোট দিন’ ব্যানারে আয়োজিত অনুষ্ঠানে জেলা কৃষকলীগের সভাপতি মহসিন মাখনের সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তৃতায় সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস বলেন, ‘দলের কাছে অতো অযোগ্য হইনি। কেউ টাকা দিয়ে এই আসনের মনোনয়ন নিয়ে যাবে-এই আজগুবি প্রচারে আমরা কেউ বিশ্বাসী নই।’

তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচনের ফলাফলের ওপর নির্ভর করবে দেশের উন্নয়ন অব্যাহত থাকবে নাকি পিছলে পেছনে যাবে। ৭৫’ এর পরবর্তী সময়ের মধ্যে বর্তমানে দেশ সবচাইতে শান্তির সময় পার করছে। গণতন্ত্রের উন্নয়ন ও শান্তির অগ্রযাত্রায় শামিল হতে নৌকায় ভোট দিন। ’
এ সময় অন্যদের মধ্যে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন, মোল্লাকান্দি ইউপি চেয়ারম্যান মহসিনা হক কল্পনা, রামপাল ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান বাচ্চু শেখ, জেলা পরিষদ সদস্য মোরশেদা লিপি, জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আল-মাহমুদ বাবু, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি অ্যাড. শাহীম মো. আমানউল্লাহ ও আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলালীগসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইট-পাথরের নগরীতে একটুখানি প্রশান্তির খোঁজে
ইট-পাথরের নগরীতে একটুখানি প্রশান্তির খোঁজে
তাইওয়ানের কাছে আবারও সামরিক কার্যকলাপ চালালো চীন
তাইওয়ানের কাছে আবারও সামরিক কার্যকলাপ চালালো চীন
বাগেরহাটে ট্রাকচাপায় দুই ভাইসহ ৩ ভ্যানযাত্রী নিহত
বাগেরহাটে ট্রাকচাপায় দুই ভাইসহ ৩ ভ্যানযাত্রী নিহত
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
শিল্পীদের সমস্যাগুলো সংসদে চিহ্নিত করতে চাই: ফেরদৌস
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!