X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

স্ত্রী এমপি, তাই নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে প্রত্যাহার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৮, ০০:৩৩আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ০২:৫৬
image

স্ত্রী এমপি, তাই নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে প্রত্যাহার স্ত্রী শেরপুরের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হওয়ায় বুধবার (২৮ নভেম্বর)  নারায়ণগঞ্জের পুলিশ সুপার আনিসুর রহমানকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন (ইসি) ।  নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, ২০ দলীয় জোটের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছিল তার বিষয়ে। আনিসুর রহমানকে প্রত্যাহার সংক্রান্ত একটি নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পাঠানো হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিশ্চিত করেছেন, পুলিশ সুপার আনিসুর রহমানের স্ত্রী শেরপুরের সংরক্ষিত নারী আসনের এমপি। পুলিশ সুপারকে প্রত্যাহারের বিষয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ‘বিষয়টি আমি শুনেছি। তবে এ বিষয়ে লিখিত কোন চিঠি পাইনি।’
গত ২৫ নভেম্বর ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপির) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল নারায়ণগঞ্জের জেলা পুলিশ সুপার (এসপি) আনিসুর রহমানের বিরুদ্ধে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগে উল্লেখ করা হয়েছে, নারায়ণগঞ্জ জেলা এসপির স্ত্রী বেগম ফাতেমা তুজ জহুরা সংরক্ষিত আসনগুলোর একটিতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি সন্তানসহ প্রধানমন্ত্রীর সঙ্গে তারা উভয়েই ছবি তুলেছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ অবস্থায় তার পক্ষে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন সম্ভব নয়। তাই তাকে যেন প্রত্যাহার করা হয়।

উল্লেখ্য, চলতি বছরের আগস্টে নারায়ণগঞ্জে এসপি হিসেবে যোগ দেন মো. আনিসুর রহমান।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকটে পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা অর্জন করেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
সংকটে পাশে দাঁড়িয়ে জনগণের আস্থা অর্জন করেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী
উড়ন্ত জয়ে ইউরোপা লিগে খেলার সম্ভাবনা বাড়ালো চেলসি
উড়ন্ত জয়ে ইউরোপা লিগে খেলার সম্ভাবনা বাড়ালো চেলসি
গলা থেকে বড়শি খুলে নিয়েছেন, কথা বলতে চেষ্টা করবো: সংসদে লতিফ সিদ্দিকী
গলা থেকে বড়শি খুলে নিয়েছেন, কথা বলতে চেষ্টা করবো: সংসদে লতিফ সিদ্দিকী
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
কামরাঙ্গীরচর থেকে কাউকে উচ্ছেদ করা হবে না: মেয়র তাপস
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের
রুশ বোমারু বিমান ভূপাতিতের দাবি ইউক্রেনের