X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

১৫ দিন পর গাজীপুর থেকে উদ্ধার অপহৃত গৃহবধূ

গাজীপুর প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৮, ০৫:২৭আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৮, ০৫:৩১
image

১৫ দিন পর গাজীপুর থেকে উদ্ধার অপহৃত গৃহবধূ মুক্তিপণের দাবিতে রাজশাহী থেকে অপহৃত এক গৃহবধূকে ১৫ দিন পর বুধবার (১২ ডিসেম্বর) গাজীপুর থেকে উদ্ধার করেছে র‌্যাবের সদস্যরা। এ ঘটনায় মূল অপহরণকারীকে আটক করা হয়েছে। আটককৃতের নাম মো. রুবেল হোসেন (৩০)। সে গাজীপুর সিটি কর্পোরেশনের ধীরাশ্রম এলাকার মো. জালাল উদ্দিনের ছেলে। রুবেল পেশায় একজন গার্মেন্টস কর্মী।
র‌্যাব-১র স্পেশালাইজ কোম্পানির পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানিয়েছেন, পূর্বপরিচয়ের সূত্র ধরে রাজশাহী জেলার দুর্গাপুর এলাকার মো. সোহরাব আলীর স্ত্রী মোসা. রওশন আরা বেগমকে (৩৭) গত ২৭ নভেম্বর কৌশলে অপহরণ করে গাজীপুরে নিয়ে আসে অপহরণকারীরা। পরদিন তারা মোবাইল ফোনে অপহৃতের ভাইয়ের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করে, রওশন আরাকে হত্যার হুমকি দেয়। এ ঘটনায় সোহরাব বাদী হয়ে দুর্গাপুর থানায় সাধারণ ডায়েরি করেন।
বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে র‌্যাব-১ এর সদস্যরা গাজীপুরের কালিয়াকৈর থানাধীন মৌচাক এলাকায় অভিযান পরিচালনা করেন, যাতে স্থানীয় একটি দোকান থেকে মূল অপহরণকারী রুবেল হোসেনকে আটক করা সম্ভব হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় মৌচাক উকিল টাওয়ারের ৫ম তলার একটি কক্ষ থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়
র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটক রুবেল জানায়, সে পেশায় একজন গার্মেন্টস কর্মী। তার বোনের বাড়ি রাজশাহীর দুর্গাপুরের একই গ্রামে হওয়ায় সেখানে সে যাতায়ত করত। সেই সুবাদে তার সঙ্গে রওশন আরার পরিচয় হয়। মুক্তিপণের আশায় মিথ্যা প্রলোভন দেখিয়ে তাকে অপহরণ করতে সমর্থ হয় রুবেল।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
গাজা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে যুক্তরাজ্যের সঙ্গে কাজ করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
অনেক নার্ভাস ছিলেন সাইফউদ্দিন
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
বকশিবাজার মোড়ে বাসের ধাক্কায় পথচারী নিহত
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা