X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

পরীক্ষার হলে দায়িত্বে অবহেলার দায়ে দুই শিক্ষককে কারাদণ্ড

টাঙ্গাইল প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:৫৬আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:৫৯

টাঙ্গাইল টাঙ্গাইলের সখীপুরে এসএসসি পরীক্ষার হলে দায়িত্বে অবহেলার দায়ে দুই পরিদর্শককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। কেন্দ্রে মোবাইল ফোন রাখার দায়ে আরও পাঁচ শিক্ষককে জরিমানা করা হয়েছে। অপরদিকে, প্রশ্নপত্রের ছবি মোবাইল ফোনে তুলে ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক পরীক্ষার্থীকে গাজীপুর কিশোর অপরাধ সংশোধন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান এ নির্দেশ দেন। সোমবার (১১ ফেব্রুয়ারি) ধর্ম ও নৈতিক শিক্ষা পরীক্ষার সময় সখীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসব ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত দুই শিক্ষক হলেন—সখীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোশারফ হোসেন ও ছোট মৌশা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিলুফা ইয়াসমিন। ওই দুই শিক্ষক সখীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ২ নম্বর ভেন্যুর ১৩ নম্বর কক্ষে পরিদর্শকের দায়িত্বে ছিলেন। অপরদিকে, একই ভেন্যুতে মোবাইল ফোন রাখার দায়ে পাঁচ শিক্ষককে ২০০ টাকা করে জরিমানা করা হয়েছে। তারা হলেন— উপজেলার সাড়াসিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু তাহের, ইছাদিঘী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়াদুদ হোসেন, ঢনঢনিয়া ছোট চওনা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সাঈদ তালুকদার এবং রাজাবাড়ি উচ্চ বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক আবদুর রউফ ও আহসান হাবিব।

অন্যদিকে, একই ভেন্যুতে সখীপুর পিএম পাইলট মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজের পরীক্ষার্থী সাব্বির আহমেদ সজিবকে প্রশ্নপত্র মোবাইল ফোনে তুলে তা ফেইসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ আটক করে পুলিশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুর রহমান বলেন, ‘দায়িত্বে অবহেলার দায়ে দুই শিক্ষককে কারাদণ্ড এবং পাঁচ শিক্ষককে অর্থদণ্ড করা হয়েছে। এছাড়া প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় এক পরীক্ষার্থীকে গাজীপুর কিশোর অপরাধ সংশোধন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।




 

 

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
বাজারে এলো বাংলা ভাষার স্মার্টওয়াচ ‘এক্সপার্ট’
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ