X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

স্কুলছাত্রীর পানির বোতলে প্রস্রাব দেওয়ায় ৩ সহপাঠীকে বহিষ্কার

টাঙ্গাইল প্রতিনিধি
২৪ জুন ২০১৯, ১৯:২৪আপডেট : ২৪ জুন ২০১৯, ২১:০০

 

টাঙ্গাইল টাঙ্গাইলের সখীপুরে কেজিকে উচ্চবিদ্যালয়ের এক ছাত্রীর ব্যাগে থাকা পানির বোতলে প্রস্রাব ভরে রাখার ঘটনায় তার তিন সহপাঠীকে বহিষ্কার করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। স্কুলছাত্রীর অভিযোগ প্রমাণিত হওয়ায় সোমবার (২৪ জুন) দুপুরে বিদ্যালয় পরিচালনা পরিষদের এক জরুরি সভায় অভিযুক্ত তিন শিক্ষার্থীকে ছাড়পত্র (টিসি) দেওয়া হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর বিল্লাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন শিক্ষার্থীকে বিদ্যালয় পরিচালনা পরিষদের সিদ্ধান্তে ছাড়পত্র দেওয়া হয়েছে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত সোমবার (১৭ জুন) বিদ্যালয় চলাকালে ৭ম শ্রেণির এক ছাত্রী বেঞ্চের ওপর ব্যাগ রেখে শ্রেণিকক্ষের বাইরে বান্ধবীদের সঙ্গে গল্প করছিল। এ সময় তিন সহপাঠী বিপ্লব হাসান, ফারুক হোসেন ও ছাব্বির হাসান তার বোতল থেকে পানি ফেলে দিয়ে সেখানে প্রস্রাব ভরে রাখে। পরে ওই ছাত্রী ক্লাসরুমে এসে পানি পান করতে গেলে প্রস্রাবের গন্ধ পায়। এ সময় ক্লাসে কয়েকজন ছাত্র হাসাহাসি করে।

পরে ওই ছাত্রী বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানায়। প্রধান শিক্ষক ছাত্রীর অভিযোগের প্রেক্ষিতে শ্রেণিকক্ষে হাসাহাসি করা আট শিক্ষার্থীকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। পরে প্রধান শিক্ষক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও অন্য সদস্যদের বিষয়টি অবহিত করেন।

সোমবার (২৪ জুন) দুপুরে এ বিষয়ে বিদ্যালয় পরিচালনা পরিষদের এক জরুরি সভায় ওই আট শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নিলে তিন শিক্ষার্থীর নাম বের হয়ে আসে। পরে অভিযুক্ত বিপ্লব হাসান, ফারুক হোসেন ও ছাব্বির হাসানকে বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।

বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি আবদুল মালেক মিঞা বলেন, ‘সাক্ষ্য-প্রমাণে ওই তিন শিক্ষার্থীর বিরুদ্ধে অপকর্মের সত্যতা পাওয়ায় তাদের বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।’

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিদ্ধান্তের অপেক্ষায় রাজনৈতিক মামলা
অরাজনৈতিক মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশসিদ্ধান্তের অপেক্ষায় রাজনৈতিক মামলা
বাংলাদেশের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন অধিনায়ক খেলবেন না কেন?
বাংলাদেশের হ্যাটট্রিক চ্যাম্পিয়ন অধিনায়ক খেলবেন না কেন?
ইসরায়েলকে অস্ত্রের চালান দেওয়া স্থগিত করলো যুক্তরাষ্ট্র?
ইসরায়েলকে অস্ত্রের চালান দেওয়া স্থগিত করলো যুক্তরাষ্ট্র?
নকলের অভিযোগ, জবাব দিলেন ‘জংলি’র পরিচালক
নকলের অভিযোগ, জবাব দিলেন ‘জংলি’র পরিচালক
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র