X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

শ্রীপুরে নারী শ্রমিকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
২৭ জুন ২০১৯, ১৭:২৫আপডেট : ২৭ জুন ২০১৯, ১৭:২৫

শ্রীপুরে নারী শ্রমিকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার গাজীপুরের শ্রীপুরে হাত-পা বাঁধা অবস্থায় সাবিনা আক্তার (২২) নামে এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর ১টার দিকে রাজাবাড়ী বাজার অগ্রণী ব্যাংকের পেছনের একটি পুকুর থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। সাবিনা ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার জোঁকা গ্রামের লাল মিয়ার মেয়ে।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, স্থানীয় লোকজন বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ওই পুকুরে নারীর ভাসমান লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। রড সিমেন্টের পাকা খুঁটির সঙ্গে নারীর হাত-পা বেঁধে পুকুরে ফেলে রাখা হয়েছিল।
নিহতের খালা ছোলেমা বেগম জানান, গত বছর তিনেক আগে গাজীপুর মহানগরের তেলিপাড়া এলাকার আকতার হোসেনের ছেলে নাহিদের সঙ্গে সাবিনার বিয়ে হয়। তখন থেকেই গাজীপুর মহানগরের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিক ছিলেন। সেখান থেকে নাহিদের সঙ্গে পরিচয় ও পরে বিয়ে হয়। এরপর থেকে নাহিদের পরিবার এ বিয়ে মেনে নেয়নি। পরে সাবিনা শ্রীপুর উপজেলার ধলাদিয়া গ্রামের শারমিন টেক্সটাইল লিমিটেডে শ্রমিকের চাকরি নেন। তাদের দেড় বছরের ছেলে সন্তান রয়েছে।
তিনি আরও জানান, সাবিনা ২/৩ জন ছেলের সঙ্গে প্রায়ই মোবাইলে কথা বলতো। মঙ্গলবার রাত ১১টার দিকে ওই ছেলেদের একজন মোটরসাইকেলে করে সাবিনাকে বাসা থেকে উঠিয়ে নিয়ে যায়। এরপর থেকে সে নিখোঁজ হয়। বৃহস্পতিবার একটি পুকুরে তার লাশ পাওয়া যায়।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (অপারেশন) আকতার হোসেন জানান, ধারণা করা হচ্ছে সাবিনাকে হত্যা করে ঘাতক পুকুরে খুঁটির সঙ্গে লাশ বেঁধে রাখে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা প্রক্রিয়াধীন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
বিমানযাত্রীর পকেট থেকে জ্যান্ত সাপ উদ্ধার
ডু প্লেসি ঝড়ে গুজরাটকে পাত্তা দিলো না বেঙ্গালুরু
ডু প্লেসি ঝড়ে গুজরাটকে পাত্তা দিলো না বেঙ্গালুরু
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
দোহায় হামাসের কার্যালয় বন্ধের চিন্তা করছে কাতার
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
ভিসা অব্যাহতি ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে মিশরের সঙ্গে ফলপ্রসূ আলোচনা
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে