কিশোরগঞ্জে গত দু’দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ৫৪ রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান।
তিনি আরও জানান, এ পর্যন্ত মোট ১১১ জন ডেঙ্গু রোগীকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ৫৭ জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে। অন্যান্যরা কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আক্রান্তরা সবাই ঢাকা থেকে কিশোরগঞ্জ এসে চিকিৎসা নিচ্ছেন।
জেলা প্রশাসনের পক্ষ থেকেও ডেঙ্গু মোকাবিলায় সার্বিক ব্যবস্থা রাখা হয়েছে। ডেঙ্গু রোগের লক্ষ্মণ ও প্রতিকার নিয়ে মাইকিংয়ের মাধ্যমে অবগত করছে জেলা প্রশাসন। এছাড়া যেখানে যেখানে ময়লা আবর্জনা ও পানি জমে আছে সেগুলোও পরিষ্কার করতে মাঠে কাজ করছে।
কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক সুলতানা রাজিয়া জানান,অন্যান্য রোগীদের যেন কোনও প্রকার সমস্যা না হয় তাই ডেঙ্গু রোগী আক্রান্ত রোগীদের আলাদা করে রাখা হয়েছে। এছাড়া প্রত্যেক ডেঙ্গুর রোগীর জন্য মশারির ব্যবস্থাও করা হয়েছে।