X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

শ্রীপুরে বাল্যবিয়ে বন্ধ, বরের জরিমানা

গাজীপুর প্রতিনিধি
২০ আগস্ট ২০১৯, ০৪:২২আপডেট : ২০ আগস্ট ২০১৯, ০৪:২৫

কনের বাড়িতে ভ্রাম্যমাণ আদালত গাজীপুরের শ্রীপুরে দশম শ্রেণির এক ছাত্রীর (১৫) বাল্যবিয়ে বন্ধ করেছে প্রশাসন। শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম ডি শামসুল আরেফিন বাল্যবিয়েটি বন্ধ করেন। সোমবার (১৯ আগস্ট) বিকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে আবুল হাসেম মিয়ার বাড়িতে এ বাল্যবিয়ে বন্ধ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এম ডি শামসুল আরেফিন জানান, খবর পেয়ে তিনি ছাত্রীর বাড়িতে যান। তার বাবাকে বাল্যবিয়ের কুফল সম্পর্কে বোঝান। এতে বিয়ে বন্ধ করতে রাজি হন কনের বাবা। এরপর স্থানীয় জনপ্রতিনিধিদের সামনে ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দেবেন না বলে মুচলেকা নেওয়া হয়। এছাড়া কোনোভাবে যাতে বিয়ে না হয়, সেদিকে খেয়াল রাখার জন্য স্থানীয় ইউপি সদস্যকেও দায়িত্ব দেওয়া হয়েছে। বর নাজমুল ইসলাম সাকিবকে (২৪) তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের জেল দেওয়া হয়। পরে বর পক্ষ তিন হাজার টাকা জরিমানা দিয়ে বরকে নিয়ে যায়।

তেলিহাটি ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য তারেক হাসান বাচ্চু জানান, একই গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে নাজমুল ইসলাম সাকিবের সঙ্গে মেয়েটির বিয়ে ঠিক করেছিল পরিবার। দিনমজুর বাবা কম বয়সে মেয়ের মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে ঠিক করেন। বাল্যবিয়ে আয়োজনের খবর পান উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। এরপর তিনি ওই বিয়ে বন্ধের উদ্যোগ নেন।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল্লাহ্ জানান, ভুয়া সনদের মাধ্যমে বয়স বাড়িয়ে পরিবার বাল্যবিয়ের আয়োজন করেছিল। পরে স্থানীয় মেম্বারের মাধ্যমে যাচাই করে দেখা গেছে, প্রকৃতপক্ষে তার বিয়ের বয়স হয়নি।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
অপহৃত ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে আরাকান আর্মি
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ধানমন্ডিতে ছাদ থেকে পড়ে গৃহকর্মী আহত 
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা