X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবার আইআরের চেয়ারম্যানের অপসারণ দাবি

গোপালগঞ্জ প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৯, ১৬:২৩আপডেট : ১৩ অক্টোবর ২০১৯, ১৬:২৩

বঙ্গবন্ধু প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এবার আইআরের চেয়ারম্যানের অপসারণ দাবি গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের (আইআর) চেয়ারম্যান খন্দকার মাহমুদ পারভেজকে অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। আগামী তিন কার্য দিবসের মধ্যে তাকে অপসারণের জন্য রবিবার (১৩ অক্টোবর) সকাল ৯টা থেকে সকাল ১০টা পর্যন্ত আইআর বিভাগের সামনে ওই বিভাগের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে। পরে শিক্ষার্থীরা রেজিস্টার প্রফেসর ড. নূরউদ্দিন আহমেদের কাছে অনাস্থাপত্র দিয়েছে।

জানা গেছে, আইআর বিভাগের সহকারী অধ্যাপক খন্দকার মাহমুদ পারভেজ সদ্য পদত্যাগ করা ভিসি প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিনের ভাতিজা।

শিক্ষার্থীরা অনাস্থাপত্রে জানিয়েছেন, অযোগ্যতা সত্বেও খন্দকার মাহমুদ পারভেজ শিক্ষক হিসেবে নিয়োগ পান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য যে সব শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন সেগুলোর একটিও তার নেই। তিনি প্রথমে বিশ্ববিদ্যালয়ে সেকশন অফিসার পদে নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন। পরে তাকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং একপর্যায়ে তাকে আইআর বিভাগের চেয়ারম্যানও করা হয়।

এদিন দুপুরে শিক্ষার্থীরা বিশ্বদ্যিালয়ের রেজিস্ট্রারের কাছে অনাস্থাপত্র ছাড়াও ২০টি দাবি সম্বলিত একটি দাবিপত্র দাখিল করেছে।

তাদের এইসব দাবিগুলো হলো-আন্দোলনরত শিক্ষার্থীদের একাডেমিক এবং নন একাডেমিকভাবে ক্ষতিগ্রস্ত না করার নিশ্চয়তা দিতে হবে, আন্দোলনরত শিক্ষার্থীদের কাউকে যেন কোনও শিক্ষকের ব্যক্তিগত রোষানলে না পড়তে হয় সে বিষয়ে নিশ্চয়তা দিতে হবে, চলমান সেমিস্টারে খন্দকার মাহমুদ পারভেজ যে কোর্সগুলো নিচ্ছেন সেই কোর্সগুলোর মিডটার্ম পরীক্ষার খাতা তার পাঠদান ও পরীক্ষার প্রশ্নের ওপর বিবেচনা করে মূল্যায়ন করতে হবে (উল্লেখ্য, তিনি দ্বিতীয় ব্যাচের একটি কোর্স ৫টি ক্লাসের মাধ্যমে মিডটার্মের আগেই শেষ করে গেছেন এবং তার ক্লাস গুলোর স্থিতিকাল ছিল সর্বোচ্চ ২০ থেকে ৩০ মিনিট। তিনি যে পাঠদান করতেন তা একটি কোর্স পড়ার জন্য স্বয়ংসম্পূর্ণ নয় এবং রিডিং মেটারিয়ালস ছিল উইকিপিডিয়া নির্ভর), ভবিষ্যতে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে স্বজনপ্রীতি ও নিয়োগ বাণিজ্য পরিহার করে সর্বোচ্চ যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দিতে হবে, পড়া লেখার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণে বিভাগের আসন সংখ্যা কমিয়ে কোটাসহ সর্বোচ্চ ৫০ জন করতে হবেসহ আরও বেশ কয়েকটি বিভাগের শিক্ষার্থীরাও এদিন তাদের বেশ কিছু দাবিপত্র রেজিস্ট্রারের কাছে পেশ করেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
বিএনপি নেতাদের কথা মাঠকর্মীরা শোনে না: ওবায়দুল কাদের
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
কয়েকটি দেশেই আটকে আছে সম্ভাবনাময় শ্রমবাজার
আফসোসে পুড়ছেন হৃদয়
আফসোসে পুড়ছেন হৃদয়
কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস, রাতভর জ্বলবে সুন্দরবন
কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস, রাতভর জ্বলবে সুন্দরবন
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ