X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস

গোপালগঞ্জ প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০১৯, ১৩:৫০আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৯, ১৫:৫৯

৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস ১৯৭১ সালের এই দিনে (৭ ডিসেম্বর) গোপালগঞ্জ শহর পাকিস্তান হানাদার বাহিনী মুক্ত হয়। গোপালগঞ্জ মুক্ত হওয়ার আগে এই অঞ্চলে পাকিস্তান বাহিনীর সঙ্গে মুক্তিযোদ্ধাদের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ লড়াই হয়। দিনটি পালন উপলক্ষে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এছাড়া বেসরকারি উন্নয়ন সংস্থা ‘বিডি-ক্লিন’ র‌্যালি ও শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানাবে।

মুক্তিযোদ্ধা সংগঠক ও সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফর রহমান বাচ্চু বলেন, ‘পাকিস্তানের সেনারা ৬ ডিসেম্বর গভীর রাতে গোপালগঞ্জ সদর থানা উপজেলা পরিষদ সংলগ্ন বর্তমানের জয় বাংলা পুকুর পাড়ের মিনি ক্যান্টনমেন্ট ছেড়ে পালায়। ৭ ডিসেম্বর ভোরে স্বাধীন বাংলাদেশের লাল-সবুজের পতাকা উত্তোলন করে মুক্তিযোদ্ধারা।’

৭ ডিসেম্বর গোপালগঞ্জ মুক্ত দিবস তিনি জানান, গোপালগঞ্জে মুক্তিযুদ্ধ শুরু হয় ২৭ মার্চ থেকেই। মুসলিম লীগ নেতাদের সহযোগিতায় পাকিস্তান বাহিনী ৩০ এপ্রিল শহরে প্রবেশ করে। তারা প্রথমেই শহরের ব্যাংক পাড়ায় শেখ মুজিবুর রহমানের বাড়ি পুড়িয়ে দেয়। এরপর তারা কয়েকটি দলে বিভক্ত হয়ে শহরের হিন্দু সম্প্রদায়ের বাড়ির অবস্থান জেনে স্বর্ণপট্টি, সাহাপাড়া, সিকদারপাড়া, চৌরঙ্গী ও বাজার রোডে লুটপাট করে আগুন দেয়। এসময় প্রায় এক হাজার ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়াসহ হত্যা ও নারী ধর্ষণ করে।

মুক্তিযুদ্ধ চলাকালে হানাদার বাহিনী মিনি ক্যান্টনমেন্টে সাধারণ মানুষকে ধরে নিয়ে হত্যা করে গণকবর দেয়। ৬ ডিসেম্বর ভোরে বিভিন্ন এলাকা থেকে দলে দলে মুক্তিযোদ্ধারা শহরের দিকে আসতে থাকে। চারদিক থেকে মুক্তিযোদ্ধারা বলয় সৃষ্টি করে। এদিকে ভারত প্রবাসী মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি দেওয়ায় এখানকার হানাদার বাহিনীর মনোবল আরও ভেঙে পড়ে। তাই তারা পালিয়ে যায়।

/এনএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
নবযুগ প্রকাশনীর কর্ণধার অশোক রায় নন্দী মারা গেছেন
মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ
মালয়েশিয়ায় আটকে পড়া বাংলাদেশি শ্রমিকদের নিয়ে জাতিসংঘের উদ্বেগ
চেয়ারম্যান নির্বাচিত হলে মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে বিচারের হুমকি
চেয়ারম্যান নির্বাচিত হলে মুক্তিযোদ্ধাকে গাছে বেঁধে বিচারের হুমকি
রোগীকে ডাক্তার দেখাতে নিয়ে এসে সড়কে প্রাণ গেলো ৩ জনের
রোগীকে ডাক্তার দেখাতে নিয়ে এসে সড়কে প্রাণ গেলো ৩ জনের
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত
গাজীপুরে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, বগি লাইনচ্যুত