X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২

গাজীপুর প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৯, ২২:৩৯আপডেট : ১১ ডিসেম্বর ২০১৯, ২২:৪১

গ্রেফতার দুজন গাজীপুরের টঙ্গীতে ধর্ষণের অভিযোগে দুই তরুণকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান জানান, টঙ্গীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ধর্ষণে জড়িত থাকার অভিযোগে দুই তরুণকে গ্রেফতার করা হয়েছে। তারা হলো- টঙ্গী পশ্চিম থানার হাজির মাজার বস্তি এলাকার বাবুল মিয়ার ছেলে শরীফ মিয়া (২২) ও সান্দার পাড়া এলাকার নাজিম মিয়ার ছেলে মমিন মিয়া (২৪)।

অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান জানান, রাজধানীর বাড্ডা থেকে মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে দুই বোন টঙ্গী বাজার এলাকার বাসিন্দা স্বজন জয়নাল মিয়ার সঙ্গে দেখা করতে টঙ্গীতে আসে। রাত ৮টায় টঙ্গী বাজার এলাকায় এসে জয়নাল মিয়ার মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পায়। পরে তারা সড়কের পাশেই তুরাগ নদীর পাড়ে অপেক্ষা করতে থাকে। এসময় অপরিচিত এক নারী এসে তাদেরকে সামনে যেতে বলে। তারা সামনে গেলে শরিফ হোসেন (২২), নাঈম (২২) ও রাসেলসহ (১৯) তাদের দুই সহযোগী তাদেরকে একটি নৌকায় তোলে। টঙ্গীর তুরাগ নদীর পাড়ে (হাজীর মাজার বস্তি এলাকার) একটি পোশাক কারখানার পেছনে নিয়ে ধর্ষণ করে।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, এ ঘটনায় বড় বোন বাদী হয়ে অচেনা এক নারীসহ ছয় জনকে অভিযুক্ত করে টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করেছেন। নাঈম বড় বোনকে ও রাসেল ছোট বোনকে ধর্ষণ করেছে। বাকিরা ও অচেনা নারী মিলে ধর্ষণে সহযোগিতা করেছে। ভুক্তভোগীদেরকে স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের বর্ণনা অনুযায়ী পুরো ঘটনাটি যাচাই-বাছাই করে অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনার সঙ্গে জড়িত একজন তাদের পূর্ব পরিচিত বলে জানতে পেরেছি।

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইসরায়েলি হামলায় ৪৮ ঘণ্টায় তিনশর বেশি ফিলিস্তিনি নিহত, অনিশ্চিত যুদ্ধবিরতি
ইসরায়েলি হামলায় ৪৮ ঘণ্টায় তিনশর বেশি ফিলিস্তিনি নিহত, অনিশ্চিত যুদ্ধবিরতি
ডেকে নিয়ে হাত-পায়ের রগ কেটে হত্যা, মরদেহ ফেলা হয় খালে
ডেকে নিয়ে হাত-পায়ের রগ কেটে হত্যা, মরদেহ ফেলা হয় খালে
আদালতে সাবেক এমপি দুর্জয়কে ডিম নিক্ষেপ, চার দিনের রিমান্ড মঞ্জুর
আদালতে সাবেক এমপি দুর্জয়কে ডিম নিক্ষেপ, চার দিনের রিমান্ড মঞ্জুর
বেবিচকের চেয়ারম্যান মোস্তফা মাহমুদের যোগদান
বেবিচকের চেয়ারম্যান মোস্তফা মাহমুদের যোগদান
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’
‘দেশের ৩২টি বিমা কোম্পানি উচ্চ ঝুঁকিতে’