X
শুক্রবার, ২৩ মে ২০২৫
৯ জ্যৈষ্ঠ ১৪৩২

গাজীপুরে আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্য আটক

গাজীপুর প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৯, ১৮:০৫আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৯, ১৮:০৮

গাজীপুরে আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্য আটক গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সক্রিয় দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-১ এর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে উগ্রবাদী বই ও ট্যাব জব্দ করা হয়। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে র‌্যাব-১ এর স্পেশালাইজ কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এ তথ্য জানিয়েছেন।
আটকরা হলো- সিরাজগঞ্জের সদর থানার ছোনগাছা উত্তরপাড়া এলাকার মারুফ বিল্লাহ (২০) এবং একই থানা এলাকার চরছোনগাছা গ্রামের মো. মোতালেব হোসেন (২৫)। তারা সিরাজগঞ্জ জেলার সাতবাড়িয়া কওমি মাদ্রাসার ছাত্র।
গাজীপুরে আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্য আটক র‌্যাব-১ এর ওই কোম্পানি কমান্ডার জানান, খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন (২৫ ডিসেম্বর) এবং ‘থার্টি ফার্স্ট নাইট’ এ (৩১ ডিসেম্বর রাত) নাশকতা ও আতঙ্ক সৃষ্টি করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর উদ্দেশে এবিটি’র কতিপয় সক্রিয় সদস্য একত্রিত হয়েছে। এ গোপন সংবাদ পেয়ে ওই ক্যাম্পের কোম্পানি আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে র‌্যাব-১ এর সদস্যরা বুধবার রাতে গাজীপুরের কালিয়াকৈর থানাধীন চন্দ্রা এলাকায় অভিযান চালায়। পরে এবিটি’র সদস্য মারুফ বিল্লাহ ও মোতালেব হোসেনকে আটক করা হয়।
র‌্যাব কর্মকর্তা আব্দুল্লাহ আল-মামুন আরও জানান, বাংলাদেশকে একটি অনিরাপদ এবং জঙ্গি রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে পরিচিত করার উদ্দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার প্রস্তুতি চালাচ্ছিল তারা। এজন্য তারা বিভিন্ন সময় বেশ কয়েকটি ফেসবুক গ্রুপ তৈরি করে প্রচার প্রচারণা চালাতো ও জঙ্গি সদস্য সংগ্রহের কাজ করতো। এছাড়া তারা বিভিন্ন স্থানে সভা ও ষড়যন্ত্র করছিল বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে। আটকরা নিজেদেরকে গবেষক হিসেবে দাবি করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিএনপি ক্ষমতায় গেলে জুলাইয়ের সব হতাহতদের দায়িত্ব রাষ্ট্র নেবে’
‘বিএনপি ক্ষমতায় গেলে জুলাইয়ের সব হতাহতদের দায়িত্ব রাষ্ট্র নেবে’
সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে: জোনায়েদ সাকি
সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে: জোনায়েদ সাকি
পালসার ও হিলিয়াম নক্ষত্রের বিরল যুগল ব্যবস্থা শনাক্ত করেছেন চীনা বিজ্ঞানীরা
পালসার ও হিলিয়াম নক্ষত্রের বিরল যুগল ব্যবস্থা শনাক্ত করেছেন চীনা বিজ্ঞানীরা
শুধু নির্বাচন করার জন্যই আমরা দায়িত্ব নেইনি: পরিবেশ উপদেষ্টা
শুধু নির্বাচন করার জন্যই আমরা দায়িত্ব নেইনি: পরিবেশ উপদেষ্টা
সর্বাধিক পঠিত
উদ্ভূত পরিস্থিতিতে তাসনিম জারা ও উমামার ফেসবুক পোস্ট
উদ্ভূত পরিস্থিতিতে তাসনিম জারা ও উমামার ফেসবুক পোস্ট
যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরই খাবে: আসিফ মাহমুদ
যে কুমির ডেকে আনছেন, তা আপনাদেরই খাবে: আসিফ মাহমুদ
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন: আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান ৪ বিদেশি সংগঠনের
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন: আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান ৪ বিদেশি সংগঠনের
আগস্টে সেনানিবাসে আশ্রয় নেওয়াদের পূর্ণাঙ্গ তালিকা দিলো সেনাবাহিনী
আগস্টে সেনানিবাসে আশ্রয় নেওয়াদের পূর্ণাঙ্গ তালিকা দিলো সেনাবাহিনী
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা রিমান্ডে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা রিমান্ডে