X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

শ্রমিকলীগ নেতাকে শ্রেণিকক্ষে আটকে পেটালো ছাত্রলীগ!

সাভার প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৯, ০৬:১৬আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৯, ০৬:২৫

 

শ্রমিকলীগ নেতাকে শ্রেণিকক্ষে আটকে পেটালো ছাত্রলীগ! সাভারে একটি স্কুলে অনুষ্ঠানের মঞ্চ থেকে ইউনুস পারভেজ নামে এক শ্রমিক লীগ নেতাকে নামিয়ে শ্রেণিকক্ষে নিয়ে বেধড়ক পিটিয়েছে দুর্বৃত্তরা। মারধরকারীরা উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী বলে শ্রমিকলীগ নেতা পারভেজ অভিযোগ করেছেন। এ ঘটনায় শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় ভুক্তভোগী বাদী হয়ে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন।

বিষয়টি অবহিত হয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল-নাহিয়ান খান জয়। তবে তিনি বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কেউ তাদের কাছে অভিযোগ জানায়নি। তবে ছাত্রলীগের কেউ এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকলে তিনি অবশ্যই বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

শ্রমিক লীগ নেতা ইউনুস পারভেজ জানান, তিনি সাভার উপজেলা জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সম্পাদক। গত ২৫ ডিসেম্বর সাভারের রেডিও কলোনি স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানে তার দলের লোকজন নিয়ে তিনি জড়ো হন। পরে অনুষ্ঠানের এক পর্যায়ে স্টেজে উঠলে তাকে নেমে যাওয়ার জন্য বলেন সাভার থানা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান। এসময় তিনি স্টেজ থেকে নিচে নামতেই পেছন থেকে ছাত্রলীগের বেশ কিছু নেতাকর্মী তাকে মারধর করতে করতে স্কুলের একটি শ্রেণিকক্ষে নিয়ে যায়। সেখানে আতিক, নিজাম উদ্দিন টিপু, জাহিদ হাসানসহ ছাত্রলীগের আরও ১০ থেকে ১২ জন অজ্ঞাত লোক লাঠি ও বেল্ট দিয়ে তাকে পেটাতে থাকে। এক পর্যায়ে শ্রমিক লীগ নেতা অচেতন হয়ে পড়লে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মলয় কুমার সাহার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।

এ ব্যাপারে রেডিও কলোনি মডেল স্কুলের সহকারী প্রধান শিক্ষক অরুপ চক্রবর্তী বাবু জানান, তিনি মারামারির ঘটনা শুনেছেন। তবে ঘটনার সময় তিনি অনুষ্ঠানে ছিলেন।

অভিযুক্ত সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন।

সাভার মডেল থানার এসআই মলয় কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, তিনি ঘটনার দিন পারভেজকে স্কুলের শ্রেণিকক্ষ থেকে আহতাবস্থায় উদ্ধার করেন।

তিনি জানান, এ ঘটনায় শনিবার সন্ধ্যায় শ্রমিকলীগ নেতা পারভেজ বাদী হয়ে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি আরও খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

/এনএস/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিকাগোর নাইটক্লাবের বাইরে গুলিতে নিহত ৪, আহত ১৪
শিকাগোর নাইটক্লাবের বাইরে গুলিতে নিহত ৪, আহত ১৪
মুরাদনগরে ধর্ষণ: ভিডিও ছড়ানোর মূলহোতা শাহ পরান গ্রেফতার
মুরাদনগরে ধর্ষণ: ভিডিও ছড়ানোর মূলহোতা শাহ পরান গ্রেফতার
‘বিভাগীয় শহরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ হলে ন্যায়বিচার নিশ্চিত হবে’
‘বিভাগীয় শহরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চ হলে ন্যায়বিচার নিশ্চিত হবে’
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সর্বাধিক পঠিত
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
স্বামীর দুর্নীতির টাকায় স্ত্রীর বিলাসী জীবন
স্বামীর দুর্নীতির টাকায় স্ত্রীর বিলাসী জীবন