X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বাজারে পলিথিনের কেজি ২৪০, পুলিশের জব্দ তালিকায় ৪০ টাকা!

মানিকগঞ্জ প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২০, ১১:০৫আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ১১:২৪

পলিথিনসহ আটক ট্রাক

মানিকগঞ্জের বরংগাইল হাইওয়ে পুলিশ শনিবার (১৮ জানুয়ারি) ভোর রাতে ঢাকা-পাটুরিয়া মহাসড়ক থেকে এক ট্রাক নিষিদ্ধ পলিথিন আটক করে। তবে জব্দ তালিকায় উদ্ধার করা পলিথিনের পরিমাণ ও মূল্য নিয়ে বিভ্রান্তকর তথ্য দেওয়া হচ্ছে। বাজারে পলিথিনের কেজি ২৪০-২৫০ টাকা হলেও জব্দ তালিকায় ৪০ টাকা করে দেখানো হয়েছে।

প্রথমে হাইওয়ে পুলিশের ইনচার্জ বাসুদেব সিনহা জানান, তারা তিন টন  পলিথিন জব্দ করেছেন।  যার আনুমানিক মূল্য  ৯০ হাজার টাকা।

পরে শনিবার বিকালে  হাইওয়ে পুলিশের পরিদর্শকের সঙ্গে কথা হলে তিনি ভিন্ন তথ্য জানান। তিনি বলেন, আটক  পলিথিনের পরিমাণ সাড়ে ৭ টন হয়েছে। আর ৪০ টাকা কেজি দরে আনুমানিক মূল্য দাঁড়িয়েছে ৩ লাখ টাকা।

অথচ মানিকগঞ্জ শহরের বিভিন্ন বাজারের মুদি দোকানদারসহ পলিথিন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, পলিথিনের কেজি ২৪০-২৫০ টাকা। সেই হিসেবে সাড়ে সাত টন পলিথিনের বাজার মূল্য দাঁড়ায় ১৮ লাখ টাকার মতো।

এদিকে একটি সূত্রে জানা গেছে, আটক  পলিথিনের ট্রাক ছাড়ানোর জন্য পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা তদবির করেছিলেন। কিন্তু সাংবাদিকরা বিষয়টি জানার পর সে তদবির কাজে আসেনি।

পুলিশ কর্মকর্তা বাসুদেন সিনহার দাবি, কোনও কর্মকর্তা ওই মাল ছাড়ানোর ব্যাপারে তদবির করেননি।

দামের বিষয়ে তিনি বলেন, তার মনে হয়েছে পলিথিনের দাম ৪০ টাকা। তাই তিনি এ দাম ধরে হিসাব দিয়েছেন।

পলিথিন ব্যবসার জড়িত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী জানান, উদ্ধার করা পলিথিনের পরিমাণ ১১ টন।ঢাকার পলিথিন ব্যবসায়ী মিশুর এগুলো ফরিদপুরে পাঠাচ্ছিলেন।

তবে পুলিশের মামলায় পলিথিনের মালিকের দেখানো হয়েছে ঝালকাঠির নলসিটি উপজেলার মিরাজ হোসেনকে।  আটক ট্রাক ও পলিথিন বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়িতে  রয়েছে বলে জানা গেছে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জমি নিয়ে বিরোধ, বৈদ্যুতিক শকে চাচাতো ভাইকে ‘হত্যা’
জমি নিয়ে বিরোধ, বৈদ্যুতিক শকে চাচাতো ভাইকে ‘হত্যা’
আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাচ্ছেন শি জিনপিং
আগামী সপ্তাহে ইউরোপ সফরে যাচ্ছেন শি জিনপিং
গরমে বদলে যাচ্ছে জীবনযাপন, মার্কেটে ভিড় বাড়ছে সন্ধ্যায়
গরমে বদলে যাচ্ছে জীবনযাপন, মার্কেটে ভিড় বাড়ছে সন্ধ্যায়
রাফাহতে অভিযানের পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল
রাফাহতে অভিযানের পরিকল্পনা যুক্তরাষ্ট্রকে জানিয়েছে ইসরায়েল
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ