X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১
নরসিংদী পৌর নির্বাচন

বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর ৭টি নির্বাচনি ক্যাম্প ভাঙচুরের অভিযোগ

নরসিংদী প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩২আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩২

নরসিংদী পৌর নির্বাচনে বিএনপির প্রার্থী হারুনুর রশিদের ৪টি ও আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী এস এম কাইয়ুমের ৩টি নির্বাচনি প্রচার ক্যাম্প ভাঙচুরের অভিযোগ উঠেছে নৌকা প্রতীকের সমর্থকদের বিরুদ্ধে। আজ মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই দুই ঘণ্টা সময়ের মধ্যে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের মোট ৭টি ক্যাম্প ভাঙচুরের ঘটনা ঘটে।

এই ঘটনায় মঙ্গলবার রাত ৮টার দিকে সংবাদ সম্মেলন করেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হারুনুর রশিদ। এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, নির্বাচনি পরিবেশ এতদিন সুষ্ঠু থাকলেও আজ আওয়ামী লীগ সমর্থকদের নেতৃত্বে শহরের সাটিরপাড়া, নাগরিয়াকান্দি, দত্তপাড়া এবং কাউরিয়াপাড়া এলাকায় আমার চারটি ক্যাম্পে ভাঙচুর করা হয়। এ সময় আমার পোস্টার ছিঁড়ে ফেলে তারা এবং মাইকিংয়ে বাধা দেওয়া হয়।

পরে তিনি সাংবাদিকদের বলেন, আমার ক্যাম্পগুলো ভাঙচুরের সময় রিটার্নিং কর্মকর্তা, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের ফোন করে জানাই। এই বিষয়ে আমরা রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেবো।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সুলতান উদ্দিন মোল্লা, সহসভাপতি মঞ্জুর এলাহী, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রউফ ফকির প্রমুখ।

এদিকে স্বতন্ত্র প্রার্থী মোবাইল ফোন প্রতীকের এস এম কাইয়ূম জানান, দুপুরের দিকে সাটিরপাড়া এবং বিকেলে দত্তপাড়া ও নাগরিয়াকান্দিতে আমার তিনটি ক্যাম্প ভাঙচুর করেছে নৌকার কর্মী-সমর্থকরা। এ সময় পোস্টার ছিঁড়ে তাতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এসব ঘটনার বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ জানানো হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আমজাদ হোসেন বাচ্চু জানান, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের করা এসব অভিযোগ আমি শুনেছি। তবে ওই সময় আমি আমার গণসংযোগ নিয়ে ব্যস্ত ছিলাম। ক্যাম্প ভাঙচুরসহ তাদের এসব অভিযোগের বিষয়ে আমার কিছু জানা নেই।

রিটার্নিং কর্মকর্তা কমল কুমার ঘোষ জানান, দুপুরের দিকে স্বতন্ত্র প্রার্থীর একটি ক্যাম্প ভাংচুরের বিষয়ে লিখিত অভিযোগ আমার কাছে এসেছে। অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ পাঠানো হয়েছে। তবে বিএনপি প্রার্থীর পক্ষ থেকে কোনও লিখিত অভিযোগ এখনও পাইনি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
ভারতকে নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি করেছে পাকিস্তান
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড