X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

বিএনপি ডুবন্ত অবস্থায় আছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

গাজীপুর প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২১, ২২:১২আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ২২:৩৩

আওয়ামী লীগ অনেক বেশি সুসংগঠিত অবস্থায় আছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, সরকার এবং আওয়ামী লীগের পায়ের তলার মাটি অত্যন্ত শক্ত। বরং বিএনপির পায়ের তলার মাটি নরম ও কর্দমাক্ত, এখন তারা ডুবন্ত অবস্থায় আছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে জাতীয় নেতা ভাওয়াল বীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্মৃতি পরিষদ গাজীপুরের গাছা বঙ্গবন্ধু কলেজ মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি বিএনপি নেতা রুহুল কবির রিজভীর এক মন্তব্যের জবাবে মন্ত্রী আরও বলেন, যিনি নিজে নিজে বন্দি জীবনযাপন করেন, বন্দিত্বের মধ্যে থেকে দিবাস্বপ্ন দেখছেন তিনি। তিনি যে বলেছেন পায়ের তলায় মাটি নেই, সেটা ঠিক বলেছেন। কিন্তু কার পায়ের তলায় মাটি নেই সেই জায়গাটায় তিনি ভুল করেছেন।

গাজীপুর জেলা তরুণ সংঘের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংঘের সভাপতি ও সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মণ্ডল। এ সময় জাতীয় ফুটবল ও আবাহনীর সাবেক অধিনায়ক শেখ আসলাম ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ কায়সার হামিদ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার ইলতুৎমিস, বাফুফে সদস্য ও কাউন্সিলর নুরুল ইসলাম নুরু প্রমুখ উপস্থিত ছিলেন।

এ সময় মন্ত্রী আরও বলেন, ফুটবল বাংলার মানুষের অত্যন্ত জনপ্রিয় খেলা। গাছার বঙ্গবন্ধু কলেজ মাঠ আবারও প্রমাণ করেছে, এ খেলা হারিয়ে যায়নি। আমাদের সন্তানরা যাতে বেশি বেশি করে খেলাধুলা করতে পারে, তার জন্য অনুপ্রাণিত করতে হবে। টুর্নামেন্টের ফাইনাল খেলায় বাসন থানা একাদশ ৪-৩ গোলে টঙ্গী থানা একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

 

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিকেএসপি কাপ ভলিবলে লাল দল চ্যাম্পিয়ন
বিকেএসপি কাপ ভলিবলে লাল দল চ্যাম্পিয়ন
যে দর্শনে পাকিস্তানকে কোচিং করাতে চান গিলেস্পি
যে দর্শনে পাকিস্তানকে কোচিং করাতে চান গিলেস্পি
‘কবরস্থানের উন্নয়নে’ কেটে ফেলা হলো অর্ধশতাধিক গাছ
‘কবরস্থানের উন্নয়নে’ কেটে ফেলা হলো অর্ধশতাধিক গাছ
টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট
বাংলাদেশ নারী ক্রিকেট দলটপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?