X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

ইজিবাইক আটকে রেকার বিল দাবি, আত্মহত্যার চেষ্টা চালকের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২১, ০২:৩৭আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ০৩:০২

মহাসড়কে চলাচল নিষিদ্ধ ব্যাটারিচালিত ইজিবাইকসহ পুলিশের হাতে ধরা পড়ে সব হারানোর শঙ্কায় নিজের পেটেই ছুরি চালিয়েছে এর চালক। পুলিশ জুম্মন (২৩) নামের ওই চালকের ইজিবাইকটি আটক করে ডাম্পিং করার সিদ্ধান্ত নেয় এবং রেকার আনার বিল হিসেবে আড়াই হাজার টাকা দাবি করে মারধর করায় সে হুট করেই এ ঘটনা ঘটায় বলে প্রত্যক্ষদর্শীরা দাবি করেছে। এদিকে, তার এমন কাণ্ডের সঙ্গে সঙ্গে পুলিশ রেকার বিলের কথা অস্বীকার করে এবং দ্রুত তাকে পাশের হাসপাতালে ভর্তি করে। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে স্বজনরা জুম্মনের সঙ্গে রয়েছে। চিকিৎসকরা তার ক্ষত দেখে সে অনুযায়ী চিকিৎসা দিচ্ছেন। তার অপারেশন লাগতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, মহাসড়কে ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। এরপরেও পুলিশের চোখ ফাঁকি দিয়ে মহাসড়কে বেশ কিছু ইজিবাইক প্রতিদিন চলাচল করে থাকে। সোমবার বেলা সাড়ে ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের ডাচবাংলা ব্যাংক ইউটার্ন এলাকায় এমনই একটি ব্যাটারিচালিত ইজিবাইক আটক করেন ট্রাফিক পুলিশের এটিএসআই রাশেদ যার চালক ছিল জুম্মন। এরপর তার নির্দেশে জুম্মন তার ইজিবাইক নিয়ে সিদ্ধিরগঞ্জের শিমরাইলের কাঁচপুর সেতুর পশ্চিম ঢালে নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের ডাম্পিং স্টেশনে যেতে বাধ্য হয়। সেখানে মহাসড়কে ওঠার জন্য জুম্মনকে কয়েকটি চড় মারেন তিনি। এরপর ২ হাজার ৫ শত টাকা রেকার বিল দাবি করেন। ঘরে তার সন্তান সম্ভবা স্ত্রী, এ অবস্থায় পুলিশের মার খেয়ে এবং দাবিকৃত রেকার বিল পরিশোধ করতে না পেরে ও গাড়িটি হারানোর আশঙ্কায় হতবুদ্ধি হয়ে আত্মহত্যার চেষ্টা করে জুম্মন। হুট করে পুলিশের ব্যবহার করা টায়ার ফুটো করার একটি ছুরি সদৃশ যন্ত্র পাশে পেয়ে সেটি নিজের পেটে নিজেই ঢুকিয়ে দেয় সে। এসময় হতবাক হয়ে পড়েন প্রত্যক্ষদর্শীরা। পুলিশ এ সময় তাকে দ্রুত পাশের সুগন্ধা হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান ট্রাফিক পুলিশের সদস্যরা।

আহত জুম্মুন সিদ্ধিরগঞ্জের মিজমিজির এলাকার মৃত আসলাম মিয়ার ছেলে।

তবে টিএসআই রাশেদ তাকে ইজিবাইকসহ আটক ও মারধরের কথা পুরোপুরি অস্বীকার করেন। তিনি বলেন, এক ইজিবাইক চালক ছুরিকাঘাতের শিকার হয়েছেন এই খবর পেয়ে ট্রাফিক পুলিশ তাকে উদ্ধার করে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে বিষয়টি অবহিত করা হয়। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাফিক পুলিশের টিআই আব্দুল করিম জানান, ওই ইজিবাইক চালক নিজের পেটে নিজেই ছুরি মেরেছে না অন্য কেউ ছুরি মেরেছে তা জানা যায়নি। খবর পেয়ে আমাদের রেকারের অপারেটর সেখানে গিয়ে ইজিবাইকটি হেফাজতে রেখেছে। আহত ইজিবাইক চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা এখন ভালো।
তিনিও দাবি করেন, ইজিবাইকচালকের কাছ থেকে রেকার বিল দাবি করার কোনও ঘটনা ঘটেনি।

এদিকে, ঢামেক হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তার পেটের চামড়া ছিদ্র হয়ে ভেতরে রক্তক্ষরণ হচ্ছে। তাকে রক্ত দেওয়া হচ্ছে।

জুম্মনের পরিবার সদস্যরা দাবি করেছেন, জুম্মন নয় পুলিশই ওই যন্ত্রটি তার পেটে ঢুকিয়ে দিয়েছে। তবে এই অটোচালককে উদ্ধারকারী ও ঢামেক হাসপাতালে নিয়ে আসা সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক এই অভিযোগ অস্বীকার করেছেন।

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক জানান, ছেলেটি রক্তাক্ত অবস্থায় পরে ছিল। আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছি।

হাসপাতালে জুম্মনের মাকে অঝোর ধারায় কাঁদতে দেখা গেছে। তার একটা কথা, আমার ছেলেটা বাঁচবে তো?

হাসপাতালে জুম্মনের ভাই মানিক জানান, জুম্মনের স্ত্রী সন্তান সম্ভবা। এখন দুটো বাড়তি আয় দরকার। এ অবস্থায় তার ভাইয়ের এমন ঘটনা। জুম্মনকে ঢাকা মেডিক্যালে নেওয়ার সময় তারা খবর পেয়েছেন বলে জানান।

/এআরআর/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অস্ত্র ও গুলিসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
অস্ত্র ও গুলিসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
পরীমণির মাদক মামলায় সাক্ষ্যগ্রহণ পেছালো
পরীমণির মাদক মামলায় সাক্ষ্যগ্রহণ পেছালো
রুমায় জঙ্গলে পড়ে ছিল গুলিবিদ্ধ দুই মরদেহ
রুমায় জঙ্গলে পড়ে ছিল গুলিবিদ্ধ দুই মরদেহ
বনানীতে বাসচাপায় আহত মোটরসাইকেলের চালক মারা গেছেন
বনানীতে বাসচাপায় আহত মোটরসাইকেলের চালক মারা গেছেন
সর্বাধিক পঠিত
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে