X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

জাতি পুলিশের কাছে কৃতজ্ঞ: পাট ও বস্ত্রমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০১ মার্চ ২০২১, ১৬:০২আপডেট : ০১ মার্চ ২০২১, ১৬:০২

দেশের মানুষের কল্যাণে পুলিশ দায়িত্ব পালন করছে বলে মন্তব্য করেছেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলেই আজ তা সম্ভব হয়েছে। এই স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য জাতি পুলিশের কাছে কৃতজ্ঞ।

সোমবার (১ মার্চ) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

করোনা নিয়ন্ত্রণে সরকারের সফলতার কথা জানাতে মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীর সঠিক সিদ্ধান্তের কারণেই আমরা করোনাভাইরাস মোকাবিলা করতে পেরেছি। সঠিক সময়ে টিকা দিতে পেরেছি। এখন পর্যন্ত বিশ্বের ১৩০টি দেশ টিকা পায়নি, তবে বাংলাদেশ পেয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এমপি শামীম ওসমান বলেন, বাংলাদেশকে নিয়ে একটি বিশেষ গোষ্ঠি ষড়যন্ত্র শুরু করেছে। তারা বিলিয়ন বিলিয়ন ডলার ব্যায় করছে বাংলাদেশকে তালেবানে রাষ্ট্র হিসেবে পরিচিত করতে। কিন্তু বাংলাদেশ পুলিশসহ সরকারি বিভিন্ন সংস্থা এ ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য কাজ করছে।

পুলিশ সুপার জায়েদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এমপি নজরুল ইসলাম বাবু, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন ও জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আমির হুসাইন স্মিথ প্রমুখ। পরে নারায়ণগঞ্জে বিভিন্ন সময় নিহত পুলিশ সদস্যদের পরিবারের হাতে অনুদান তুলে দেওয়া হয়।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
রাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
‘জেসির অভিজ্ঞতা বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
‘জেসির অভিজ্ঞতা বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?