X
বুধবার, ০১ মে ২০২৪
১৮ বৈশাখ ১৪৩১

ইতালি প্রবাসীকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা

বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা
১৪ এপ্রিল ২০২১, ১৯:৪২আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ১৯:৪২

ফরিদপুরের ভাঙ্গায় এক ইতালি প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। তার নাম মাসুদ মিয়া। ভাঙ্গা পৌরসদরের নওপাড়া বাসস্ট্যান্ডে মঙ্গলবার (১৩ এপ্রিল) রাতে একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। অভিযোগ রয়েছে, পূর্ববিরোধের জের ধরে তার প্রতিপক্ষ সাবেক পৌর কাউন্সিলর বাচ্চু মিয়া লোকজন দিয়ে এ হামলার ঘটনা ঘটায়।

নিহত মাসুদ মিয়া পৌরসদরের গজারিয়া গ্রামের হারুন অর রশিদ মিয়ার ছেলে। তিনি সপরিবারে ইতালিতেই বসবাস করেন। গত পৌর নির্বাচনের আগে দেশে বেড়াতে এসেছিলেন। আগামী ২০ এপ্রিল তার ইতালি ফিরে যাওয়ার কথা ছিল।

জানা গেছে, প্রবাসী মাসুদ মিয়া নওপাড়া বাসস্ট্যান্ডে চা খাচ্ছিলেন, সেসময় তার প্রতিপক্ষ সাবেক পৌর কাউন্সিলর বাচ্চু মেম্বারের লোকজন সেখানে এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত মাসুদকে স্থানীয় জনতা উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

এদিকে, মাসুদকে হত্যার সংবাদে গজারিয়া গ্রামসহ নওপাড়া গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং ভাঙ্গা হাসপাতাল থেকে মাসুদের লাশ উদ্ধার করে।

এলাকাবাসী জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে রাজ্জাক ফকির ও সাবেক পৌর কাউন্সিলর বাচ্চু মেম্বারের লোকজনের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। এ নিয়ে ওই এলাকায় এর আগে একাধিকবার দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। একইসঙ্গে সংঘর্ষ নিয়ে ভাঙ্গা থানায় একাধিক মামলা রয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ. রাজ্জাক ফকির এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি সৈয়দ লুৎফর রহমান জানান, মারামারির সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। লাশ উদ্ধার করা হয়েছে।

 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
সাংবাদিক হতে চেয়ে অভিনেত্রী!
রাজনৈতিক দলের কাছে শ্রমিকদের গুরুত্ব কমেছে: সাইফুল হক
রাজনৈতিক দলের কাছে শ্রমিকদের গুরুত্ব কমেছে: সাইফুল হক
এভার কেয়ারে খালেদা জিয়া
এভার কেয়ারে খালেদা জিয়া
এনআরবিসি ব্যাংকের ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ
এনআরবিসি ব্যাংকের ১১ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ
সর্বাধিক পঠিত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
চকরিয়ার সেই সমাজসেবা কর্মকর্তা ও অফিস সহকারী বরখাস্ত
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে ভেঙেছে ঘরবাড়ি, ধানের ক্ষতি
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
‘মানুষের কত ফ্রেন্ড, কাউকে পাশে পাইলে আমার এমন মৃত্যু হইতো না’
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার
অষ্টম শ্রেণির স্কুল বাড়াতে চায় সরকার