X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

পাটুরিয়ায় পারের অপেক্ষা

মানিকগঞ্জ প্রতিনিধি
০৮ মে ২০২১, ১২:৫৭আপডেট : ০৮ মে ২০২১, ১৩:৫১

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি না মেনে যাত্রীরা গাদাগাদি করে ফেরিতে ওঠায় সংক্রমণের ঝুঁকি বেড়ে গেছে। এ অবস্থায় মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরিচলাচল বন্ধ রাখা হয়েছে। শনিবার (৮ মে) সকাল থেকে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। তবে এ অবস্থায় বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। ফেরি চলাচলের বিষয়ে না জানায় সকাল থেকেই ঘাট এলাকায় ভিড় করেছেন হাজার-হাজার যাত্রী ও বিভিন্ন ছোট-বড় পরিবহন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)র আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. জিল্লুর রহমান ফেরি চলাচল বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

পাটুরিয়ায় পারের অপেক্ষা এদিকে পারাপার বন্ধ থাকায় পাটুরিয়া ঘাটে আসা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রীরা ঈদ উপলক্ষে গ্রামের বাড়িতে ফিরতে ঘাটে আসেন। বেশ কয়েকজন যাত্রী অভিযোগ করেন, ফেরি বন্ধ রাখার বিষয়টি শুক্রবার থেকে জানানো জরুরি ছিল। তাহলে যাত্রীরা ঘাটে আসতেন না, ভোগান্তিতেও পড়তে হতো না।

বন্ধের নির্দেশনার মধ্যেও চলছে ৩ ফেরি

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনায় সারাদেশে লকডাউন চলছে। এরই মধ্যে মাত্র দুটি ছোট ফেরি দিয়ে এতদিন পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে অ্যাম্বুলেন্স ও জরুরি পণ্যবাহী গাড়ি পারাপার করা হয়। তবে ঈদ উপলক্ষে শুক্রবার থেকে এই নৌপথে যাত্রী ও ব্যক্তিগত গাড়ির চাপ বেড়ে যায়। এতে বাধ্য হয়ে শুক্রবার যাত্রী ও ব্যক্তিগত গাড়ি পারাপার করতে হয়। তবে স্বাস্থ্যবিধি না মেনে এসব যাত্রীরা ফেরিতে গাদাগাদি করে ওঠে পড়ে। এতে করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।

পাটুরিয়ায় পারের অপেক্ষা সকাল ৯টার দিকে সরেজিমন পাটুরিয়া প্রান্তে দেখা গেছে, ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় নদী পারের জন্য অপেক্ষা করছেন যাত্রীরা। পাঁচ নম্বর ঘাট এলাকায় পাঁচটি ফেরি নোঙর করে রাখা হয়েছে। বিভিন্ন ব্যক্তিগত গাড়ি আটকা পড়েছে। সকাল সোয়া ৯টার দিকে লাশবাহীসহ কয়েকটি অ্যাম্বুলেন্স পারাপারের জন্য মাধবীলতা নামের একটি ছোট ফেরিতে দুই নম্বর ঘাটের কাছে আসলে যাত্রীরা দৌড়ে সেই ফেরিতে ওঠার চেষ্টা করেন। এরপর ফেরিটি আর পন্টুনে ভেড়েনি।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. জিল্লুর রহমান বলেন, করোনার সংক্রমণ ঠেকাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সকাল থেকে ফেরি বন্ধ রাখার সিন্ধান্ত হয়। পরবর্তী নির্দেশনা ছাড়া ফেরি চালুর বিষয়ে কোনও কিছু বলা যাচ্ছে না।

আরও পড়ুন:
সকাল থেকে যাত্রীবাহী ফেরি বন্ধ
ফেরি বন্ধ, তবু উপচে পড়া ভিড়

/টিটি/
সম্পর্কিত
সৈকতে জনসমুদ্র!
চিড়িয়াখানায় মানুষের ঢল
জঞ্জালের নগরে প্রাণ ভরানো সবুজের খোঁজে...
সর্বশেষ খবর
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে