X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

৬ জনের মৃত্যু, ফরিদপুরের তিন পৌরসভা লকডাউন

ফরিদপুর প্রতিনিধি
২০ জুন ২০২১, ০১:৩২আপডেট : ২০ জুন ২০২১, ০১:৩৬

করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় রবিবার (২১ জুন) থেকে ফরিদপুরের তিন পৌরসভায় এক সপ্তাহের লকডাউন দিয়েছে জেলা প্রশাসন। জেলার নয় উপজেলার মধ্যে ফরিদপুর পৌরসভা, বোয়ালমারী পৌরসভা ও ভাঙ্গা পৌরসভায় এ লকডাউনের ঘোষণা দেওয়া হয়।

গত ২৪ ঘণ্টায় ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনায় ছয়জনের মৃত্যু ও নতুন করে ৭৯ জনের করোনা শনাক্ত হওয়ার পর এই ঘোষণা এলো। শনিবার (২০ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক (ডিসি) অতুল সরকার। এ নিয়ে গণবিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসকের গণবিজ্ঞপ্তি থেকে জানা যায়, ২১ জুন সকাল ৬টা থেকে ২৭ জুন মধ্যরাত পর্যন্ত ওই তিন পৌর এলাকায় সব ধরনের যানবাহন প্রবেশ ও বহির্গমন বন্ধ থাকবে। সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় সমাবেশ, ভ্রাম্যমাণ ফাস্টফুড, হোটেল, মুদি দোকান, চায়ের দোকান, মিষ্টির দোকান বন্ধ থাকবে। তবে অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কঠোর স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে।

জানা গেছে, জেলা সদর ও পৌর শহরের বেশির ভাগ মানুষ স্বাস্থ্যবিধি না মানায় করোনা পরিস্থিতি ভয়াবহ খারাপের দিকে যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা করোনাবিষয়ক কমিটি নানা উদ্যোগ গ্রহণ করলেও উন্নতি হচ্ছে না। প্রতিদিনই ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। কিন্তু চাহিদা অনুযায়ী শয্যা না থাকায় ভর্তি নিতে পারছে না কর্তৃপক্ষ। এই হাসপাতালে আইসিইউতে ১৬ শয্যা থাকলেও সচল রয়েছে ১৪টি।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দীকুর রহমান বলেন, জেলায় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৪০৭ জন। মারা গেছেন ১৯৯ জন। করোনা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করায় লকডাউনের ঘোষণা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক অতুল সরকার বলেন, করোনার চাপ সামলাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে তিন পৌরসভায় এক সপ্তাহের জন্য লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার থেকে লকডাউন কার্যকর হবে।

/এএম/
সম্পর্কিত
আরও ৪৭ জনের করোনা শনাক্ত
করোনায় একজনের মৃত্যু, আক্রান্ত ৫৭
করোনা শনাক্তের হার ৮ শতাংশ ছাড়ালো
সর্বশেষ খবর
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির মরদেহ আসছে আজ
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবিতে নিহত ৮ বাংলাদেশির মরদেহ আসছে আজ
থাইল্যান্ড সফর নিয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন প্রধানমন্ত্রী
থাইল্যান্ড সফর নিয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন প্রধানমন্ত্রী
অবশেষে চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি
অবশেষে চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি
আদালতে ড. ইউনূস
আদালতে ড. ইউনূস
সর্বাধিক পঠিত
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
শিশু ঝুমুরকে ধর্ষণ ও হত্যার বর্ণনা দিতে গিয়ে চোখ মুছলেন র‌্যাব কর্মকর্তা
মিল্টন সমাদ্দার আটক
মিল্টন সমাদ্দার আটক
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
আজও সর্বোচ্চ তাপমাত্রা যশোরে, পথচারীদের জন্য শরবত-পানির ব্যবস্থা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
একজন অপরাধীর গল্প বলতে চেয়েছিলেন তিশা
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!
সিয়াম-পরীর গানের ভিউ ১০০ মিলিয়ন!