X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

নাম ‘সাকিব খান’, দাম ১৩ লাখ

টাঙ্গাইল প্রতিনিধি
২৯ জুন ২০২১, ১৯:৩৮আপডেট : ৩০ জুন ২০২১, ২১:১৭

আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য টাঙ্গাইলে প্রস্তুত করা হয়েছে ৩১ মণ (১২৪০ কেজি) ওজনের একটি ফ্রিজিয়ান জাতের ষাঁড়। এটির নাম রাখা হয়েছে ‘সাকিব খান’। লম্বায় সাত ফিট। বয়স দুই বছর সাত মাস।

টাঙ্গাইলের বাসাইল উপজেলার মিরিকপুর গ্রামের তরুণ উদ্যোক্তা ও কলেজছাত্র জোবায়ের ইসলাম জিসানের খামারের গরু এটি। এবারের ঈদে ‘সাকিব খানই’ এ উপজেলার সবচেয়ে বড় গরু বলে দাবি করছেন জিসান।

জানা যায়, দুই বছর সাত মাস আগে এ খামারেই জন্ম হয় গরুটির। জিসানের দাবি, কোনও ক্ষতিকর ওষুধ ছাড়াই দেশীয় খাবার খাইয়ে লালন-পালন করা হচ্ছে। নামের কারণে ও বেশি বড় হওয়ায় আগ্রহ নিয়ে গরুটি দেখতে উপজেলার বিভিন্ন এলাকার মানুষ এসে ভিড় করছেন। মাঝেমধ্যে ক্রেতারাও আসছেন কিনতে। গরুটির ১৩ লাখ টাকা দাম হাঁকছেন এ তরুণ উদ্যোক্তা।

নাম ‘সাকিব খান’, দাম ১৩ লাখ

জোবায়ের ইসলাম জিসান বলেন, ‘গরুটি দেখতে সাদা। খুবই শান্ত প্রকৃতির। উপজেলা প্রাণিসম্পদ দফতরের পরামর্শক্রমে কোনও ক্ষতিকর ওষুধ ব্যবহার ছাড়াই দেশীয় খাবার খাইয়ে লালন-পালন করেছি। এখন ওজন প্রায় ৩১ মণ। দাম চাচ্ছি ১৩ লাখ টাকা, তবে আলোচনা সাপেক্ষে আরও কমে বিক্রি করতে পারি।’

তিনি আরও বলেন, ‘২০১৭ সালের শেষের দিকে আমার পরিকল্পনায় তিনটি গাভী দিয়ে খামারটি শুরু করা হয়। বর্তমানে খামারে ২৫টি ষাঁড় ও গাভী রয়েছে। এদের মধ্যে ছয়টি ষাঁড় এবার কোরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত করা হয়েছে। খামারে সাকিব খান ছাড়াও প্রায় একই ওজনের আরেকটি ষাঁড় রয়েছে। নাম রাখা হয়েছে ডিপজল। সেটা দেখতে কালো। ষাঁড় দুইটির জন্মের পরপরই খামারের ম্যানেজার তাদের নাম রাখেন সাকিব খান ও ডিপজল। আমার অবর্তমানে বাবা শফিকুল ইসলাম খামারটি দেখাশোনা করেন। এছাড়াও খামারে একজন কর্মচারী রয়েছেন।’

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রৌশনী আকতার বলেন, ‘দেশীয় খাবার খাইয়ে ষাঁড়টি লালন-পালন করা হচ্ছে। আমরা ষাঁড়টিকে নিয়মিত দেখাশোনা করছি। উপজেলায় এই ষাঁড়টিই সবচেয়ে বড়।’

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ বলেন, ‘যাতে কোনও কোরবানির পশু চুরি হতে না হয়, সে জন্য পুলিশের বিশেষ টহল তৎপর রয়েছে। এছাড়া গোয়েন্দা নজরদারিও রয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
রাজশাহীতে সিন্ডিকেটের কৌশলে চামড়ার দরপতননির্ধারিত দামের অর্ধেকে চামড়া বিক্রি, লোকসানে মৌসুমি ব্যবসায়ীরা
ঈদযাত্রার ১৫ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৯০, আহত ১১৮২ জন
এবার ঈদে পদ্মা ও যমুনা সেতুতে ৬০ কোটি টাকার টোল আদায়
সর্বশেষ খবর
শ্রীলঙ্কায় দ্বিতীয় ওয়ানডের আগের দিন লন্ডনে গেলেন সিমন্স
শ্রীলঙ্কায় দ্বিতীয় ওয়ানডের আগের দিন লন্ডনে গেলেন সিমন্স
পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ ‘ব্লকেড’ পুলিশের সঙ্গে হাতাহাতি
পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ ‘ব্লকেড’ পুলিশের সঙ্গে হাতাহাতি
দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ২ জন নিহত
দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় ২ জন নিহত
ফুটবলের উন্নয়নে বাংলাদেশ-তুরস্কের পারস্পরিক সহযোগিতার আশ্বাস
ফুটবলের উন্নয়নে বাংলাদেশ-তুরস্কের পারস্পরিক সহযোগিতার আশ্বাস
সর্বাধিক পঠিত
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল