X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৪ বৈশাখ ১৪৩১

আপাতত টিকা পাচ্ছেন না নারায়ণগঞ্জের ২০ লাখ পোশাকশ্রমিক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ আগস্ট ২০২১, ০০:৪২আপডেট : ০৯ আগস্ট ২০২১, ০০:৪২

আপাতত করোনার টিকা পাচ্ছেন না নারায়ণগঞ্জের পোশাকশ্রমিকরা। তাদের টিকা দেওয়ার ব্যাপারে রবিবার (০৮ আগস্ট) রাত পর্যন্ত জেলা প্রাশাসনের কাছে কোনও সিদ্ধান্ত আসেনি। তবে কারখানার মালিক ও প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের জন্য টিকার আবেদন করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, জেলায় পোশাক কারখানা ও সহযোগী প্রতিষ্ঠান মিলিয়ে প্রায় পাঁচ হাজার শিল্পকারখানা রয়েছে। এসব কারখানায় প্রায় ২০ লাখের বেশি শ্রমিক কাজ করেন। এসব শ্রমিকের প্রায় সবার জাতীয় পরিচয়পত্র বিভিন্ন জেলার। ফলে তারা নারায়ণগঞ্জে অবস্থান করলেও টিকা নিতে পারছেন না।

সকালে জেলা আইনশৃঙ্খলা কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। এতে গাজীপুরের কয়েকটি কারখানার শ্রমিকদের টিকা দেওয়ার বিষয়টি উল্লেখ করেন কমিটির সদস্য মোহাব্বত হোসেন। এ সময় তিনি নারায়ণগঞ্জের পোশাকশ্রমিকদের গণটিকা কর্মসূচির আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে নারায়ণগঞ্জের সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ বলেন, জেলায় পোশাকশ্রমিকদের টিকা দেওয়ার উদ্যোগ নিলে কমপক্ষে ২০ লাখ শ্রমিককে টিকা দিতে হবে। আমার জানামতে সরকারের কাছে এই মুহূর্তে এক জায়গায় দেওয়ার মতো এত টিকা নেই। তবে নতুন করে যেসব টিকা কেনার উদ্যোগ সরকার নিয়েছে, সেগুলো দেশে এলে পোশাকশ্রমিকদের দেওয়া সম্ভব হবে।  

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, সরকারি সিদ্ধান্তের বাইরে গিয়ে আমরা পোশাকশ্রমিকদের টিকা দিতে পারি না। পোশাকশ্রমিকদের টিকা দেওয়ার ব্যাপারে এখনও নির্দেশনা আসেনি। তবে জেলার ২০-২২ লাখ পোশাকশ্রমিকের জন্য টিকার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। টিকা বরাদ্দ পেলে এবং প্রয়োজনীয় নির্দেশনা এলে শ্রমিকদের টিকা দেওয়া হবে।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম বলেন, পোশাকশ্রমিকদের টিকার ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে। তবে এখন পর্যন্ত ব্যবস্থা করা যায়নি।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গলায় কই মাছ আটকে কৃষকের মৃত্যু
গলায় কই মাছ আটকে কৃষকের মৃত্যু
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: কোন পদে লড়ছেন কে
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী মামা-ভাগনে নিহত
দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী মামা-ভাগনে নিহত
সর্বাধিক পঠিত
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
‘ভুয়া ৮ হাজার জনকে মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে’
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
হজ নিয়ে শঙ্কা, ধর্ম মন্ত্রণালয়কে ‍দুষছে হাব
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
এবার নায়িকার দেশে ‘রাজকুমার’ 
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫