X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
১৯ আষাঢ় ১৪৩২

আপাতত টিকা পাচ্ছেন না নারায়ণগঞ্জের ২০ লাখ পোশাকশ্রমিক

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ আগস্ট ২০২১, ০০:৪২আপডেট : ০৯ আগস্ট ২০২১, ০০:৪২

আপাতত করোনার টিকা পাচ্ছেন না নারায়ণগঞ্জের পোশাকশ্রমিকরা। তাদের টিকা দেওয়ার ব্যাপারে রবিবার (০৮ আগস্ট) রাত পর্যন্ত জেলা প্রাশাসনের কাছে কোনও সিদ্ধান্ত আসেনি। তবে কারখানার মালিক ও প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকদের জন্য টিকার আবেদন করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, জেলায় পোশাক কারখানা ও সহযোগী প্রতিষ্ঠান মিলিয়ে প্রায় পাঁচ হাজার শিল্পকারখানা রয়েছে। এসব কারখানায় প্রায় ২০ লাখের বেশি শ্রমিক কাজ করেন। এসব শ্রমিকের প্রায় সবার জাতীয় পরিচয়পত্র বিভিন্ন জেলার। ফলে তারা নারায়ণগঞ্জে অবস্থান করলেও টিকা নিতে পারছেন না।

সকালে জেলা আইনশৃঙ্খলা কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। এতে গাজীপুরের কয়েকটি কারখানার শ্রমিকদের টিকা দেওয়ার বিষয়টি উল্লেখ করেন কমিটির সদস্য মোহাব্বত হোসেন। এ সময় তিনি নারায়ণগঞ্জের পোশাকশ্রমিকদের গণটিকা কর্মসূচির আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে নারায়ণগঞ্জের সিভিল সার্জন ইমতিয়াজ আহমেদ বলেন, জেলায় পোশাকশ্রমিকদের টিকা দেওয়ার উদ্যোগ নিলে কমপক্ষে ২০ লাখ শ্রমিককে টিকা দিতে হবে। আমার জানামতে সরকারের কাছে এই মুহূর্তে এক জায়গায় দেওয়ার মতো এত টিকা নেই। তবে নতুন করে যেসব টিকা কেনার উদ্যোগ সরকার নিয়েছে, সেগুলো দেশে এলে পোশাকশ্রমিকদের দেওয়া সম্ভব হবে।  

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, সরকারি সিদ্ধান্তের বাইরে গিয়ে আমরা পোশাকশ্রমিকদের টিকা দিতে পারি না। পোশাকশ্রমিকদের টিকা দেওয়ার ব্যাপারে এখনও নির্দেশনা আসেনি। তবে জেলার ২০-২২ লাখ পোশাকশ্রমিকের জন্য টিকার ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চিঠি দিয়েছি। টিকা বরাদ্দ পেলে এবং প্রয়োজনীয় নির্দেশনা এলে শ্রমিকদের টিকা দেওয়া হবে।

বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম বলেন, পোশাকশ্রমিকদের টিকার ব্যাপারে সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চলছে। তবে এখন পর্যন্ত ব্যবস্থা করা যায়নি।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
হাসপাতালের বারান্দায় দুই প্রসূতির সন্তান প্রসব, এক নবজাতকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ায় সীসা কারখানায় অভিযান, তিন চীনা নাগরিকসহ ৬ জনকে কারাদণ্ড
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
পাবনায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
জাপার অফিস ভাঙচুর: নুরসহ ২৫ জনের বিরুদ্ধে মামলা নিতে বললেন আদালত
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!
বাংলাদেশের মেয়েদের সামনে রয়েছে বিশ্বকাপে খেলার হাতছানিও!