X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

হুমকির মুখে টাঙ্গাইল শহররক্ষা বাঁধ

টাঙ্গাইল প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৪আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২১, ১৮:১৪

বর্ষার পানির প্রবল স্রোতে টাঙ্গাইল শহররক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে। ইতোমধ্যে সদর উপজেলার গালা ইউনিয়নের পাছ বেথইর এলাকায় বাঁধের বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে। এভাবে ভাঙতে থাকলে শহরে পানি ঢোকার আশঙ্কা করছে স্থানীয়রা।

স্থানীয়রা জানায়, সদর উপজেলার গালা ইউনিয়নের পাছ বেথইর এলাকায় পৌংলী নদী ঘেঁষে শহররক্ষা বাঁধটিতে ভাঙন দেখা দেয়। এ ছাড়া আশপাশের কয়েকটি বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে যায়। ভাঙন অব্যাহত থাকায় নদী তীরবর্তী এলাকার মানুষের চোখে ঘুম নেই। যেকোনও মুহূর্তে ভেঙে যেতে পারে বাঁধটি। এ জন্য চরম দুশ্চিন্তায় পড়েছে হাজারো মানুষ। তারা বাঁধটি রক্ষায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল মান্নান সরকার বলেন, ‘কয়েক বছরে পাছ বেথইর এলাকায় প্রায় দেড় শতাধিক ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে গেছে। ঘরবাড়ি বিলীন হয়ে সম্প্রতি বাঁধের বিভিন্ন জায়গায় ভাঙন শুরু হয়। এটি একটি গুরুত্বপূর্ণ বাঁধ। বাঁধটি ভেঙে গেলে টাঙ্গাইল শহরে পানি ঢুকবে। বাঁধ রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

গালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু রাজকুমার বলেন, ‘বিভিন্ন সময় নদী খননের নামে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হয়। বালু উত্তোলনের কারণে প্রতি বছর নদীতে ভাঙন দেখা দেয়। এ জন্য অনেক মানুষ ঘরবাড়ি হারিয়েছেন। এ বছর শহররক্ষা বাঁধেও ভাঙন শুরু হয়েছে। বাঁধরক্ষায় বিভিন্ন সময় সমন্বয় মিটিংয়ে আলোচনা করেছি। ভাঙনের বিষয়ে সংশ্লিষ্টরা জানেন। তারপরও ব্যবস্থা নিচ্ছেন না। এই মুহূর্তে ব্যবস্থা না নিলে বাঁধটি ভেঙে শহরে পানি ঢুকতে পারে। তাই ভাঙনরোধে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’

টাঙ্গাইলের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছিল। সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকায় প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন পেলে ভাঙনরোধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
অসময়ে ভাঙছে ব্রহ্মপুত্রের পাড়, দুশ্চিন্তায় স্থানীয়রা
নদ থেকে অবৈধভাবে তোলা বালুতে পৌরসভার চত্বর তৈরি করছেন প্যানেল মেয়র
অসময়ে পদ্মার ভাঙনে আতঙ্কে এলাকাবাসী
সর্বশেষ খবর
পিছিয়ে পড়েও সানডে-ইমনের গোলে ফাইনালে মোহামেডান
পিছিয়ে পড়েও সানডে-ইমনের গোলে ফাইনালে মোহামেডান
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
আচমকা এলো দেড় মিনিটের উসকানিমূলক ‘তুফান’!
প্রকল্প নেওয়ার আগে জনগণের উপকার বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
প্রকল্প নেওয়ার আগে জনগণের উপকার বিবেচনার নির্দেশ প্রধানমন্ত্রীর
গাবতলীতে হবে মাল্টি মোডাল বাস টার্মিনাল: স্থানীয় সরকারমন্ত্রী
গাবতলীতে হবে মাল্টি মোডাল বাস টার্মিনাল: স্থানীয় সরকারমন্ত্রী
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
যে শিশুকে পাচারের অভিযোগে মিল্টনের বিরুদ্ধে মামলা
ছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
হরিরামপুর উপজেলা নির্বাচনছাত্রলীগ সহসভাপতি সাদ্দামের বছরে আয় ২২ লাখ, ব্যাংকে ৩২ লাখ, উপহারের স্বর্ণ ৩০ ভরি
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
বৃষ্টি ও বন্যার কী পূর্বাভাস পাওয়া গেলো?
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল