X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

গাজীপুরে একদিনে ৩ জনের ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৫আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৫

গাজীপুরে পৃথক ঘটনায় একদিনে দুই নারীসহ তিন জনের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ সেপ্টেম্বর) জেলার কাশিমপুর ও কালীগঞ্জ থানা এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রায়হান উদ্দিন জানান, গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানার ডালাস সিটির মোজারমিল এলাকার জহিরের ভাড়া বাসা থেকে আজ বেলা ১২টার দিকে শারমিন আক্তার (১৬) নামের একজনের লাশ উদ্ধার করা হয়। তার লাশটি গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। শারমিন রংপুরের গঙ্গাচড়া উপজেলার নুহালী কচুয়া ফোটামারি পাড়া গ্রামের শামসুল হকের মেয়ে।

এদিকে, একই থানাধীন শিবরামপুর এলাকার মতিউর রহমানের বাড়িতে ভাড়া থাকতেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার গ্যানদার আলগা গ্রামের মৃত গফফার আলীর মেয়ে ময়না খাতুন (২৩)। সকালে ময়নার বাসায় আসেন তার বড় ভাই। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও ময়নার সাড়া না পেয়ে ভাই ও প্রতিবেশীরা পুলিশে খবর দেয়। পুলিশ এসে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো লাশটি উদ্ধার করে।

অন্যদিকে, কালীগঞ্জ উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের আজমতপুর গ্রামে প্রবাসী মামার বাড়িতে বাবা-মায়ের সঙ্গে বসবাস করতো ফয়সাল মোড়ল (২২)। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) মধ্য রাতে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় ফয়সালকে ঝুলতে দেখেন স্বজনরা। তাকে উদ্ধার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনেরা জানান, ফয়সাল তার মামাতো বোনকে বিয়ে করতে চেয়েছিল। বিষয়টি নিয়ে দুই পরিবারের মাঝে কলহ বাধে। ফয়সালের মামাতো বোনেরও অন্যত্র বিয়ে হয়ে যায়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে সে আত্মহত্যা করতে পারে। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

/এফআর/
সম্পর্কিত
ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মৃত ৮ বাংলাদেশির মরদেহ হস্তান্তর
গাজীপুরে রাস্তার পাশে পড়ে ছিল পোশাকশ্রমিকের লাশ
মিল্টন সমাদ্দার ৩ দিনের রিমান্ডে
সর্বশেষ খবর
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
অবশেষে মোংলায় ঝরলো কাঙ্ক্ষিত বৃষ্টি
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
‘দেওরা’ সফলতার পর ‘মা লো মা’ চমক
টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার তালিকায় সৈকত
টি-টোয়েন্টি বিশ্বকাপের আম্পায়ার তালিকায় সৈকত
গাজায় পানিশূন্যতায় ভুগছেন দেড় লক্ষাধিক অন্তঃসত্ত্বা নারী
গাজায় পানিশূন্যতায় ভুগছেন দেড় লক্ষাধিক অন্তঃসত্ত্বা নারী
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
কুমিল্লায় বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ