X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

‘আগামী সংসদ নির্বাচনও এই সরকারের অধীনে’

টাঙ্গাইল প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫২আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫২

কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি যতই আন্দোলন-সংগ্রাম করুক, আগামী জাতীয় সংসদ নির্বাচন সাংবিধানিক তথা এই সরকারের অধীনে হবে। তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্য কোনও উপায়ে নির্বাচন হবে না। শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি আবারও হুমকি দিচ্ছে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দুঃশাসন, সন্ত্রাস, জঙ্গি শাসন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বিএনপির পায়ের তলায় মাটি নেই। তাদের সঙ্গে জনগণ নেই, তাদের আন্দোলনে কেউ সাড়া দেয় না। আমরা তাদের আন্দোলনে ভয় পাই না। রাজনৈতিকভাবে তাদের আন্দোলন-সংগ্রাম প্রতিহত করার সক্ষমতা আওয়ামী লীগের আছে।’

চন্দ্রিমা উদ্যানে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের লাশ থাকার কোনও প্রমাণ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বিএনপির একাধিক নেতা ও সেনাশাসক হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, সেদিন চন্দ্রিমা উদ্যানে যে লাশটি এসেছিল তার গায়ে সেনাবাহিনীর পোশাক পরা ছিল। সেখানে কোনও কফিন ছিল না এবং কাফনের কাপড় পরা কোনও লাশও দেখা যায়নি। এটি নিয়ে অনেক ভুল বোঝাবুঝি আছে, সত্য একদিন উন্মোচিত হবে।’

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, বাসাইল-সখীপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, গোপালপুর-ভূঞাপুর আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনি, জেলা প্রশাসক ড. মো. আতাউল গণি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর প্রমুখ। পরে মন্ত্রী টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে শ্রমিকনেতা আব্দুস সবুর খান বীর বিক্রমের স্মরণ সভার অনুষ্ঠানে যোগ দেন। এই অনুষ্ঠানে সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানও যোগ দিয়েছেন।

/এএম/
সম্পর্কিত
উপজেলা নির্বাচন আগের যে কোনও নির্বাচনের চেয়ে ভালো হবে: ইসি হাবিব
উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় আরও ৩ নেতাকে বহিষ্কার বিএনপির
বেসিস নির্বাচন: দেশের সফটওয়্যার খাতকে স্বয়ংসম্পূর্ণ করতে চান ইকবাল আহমেদ
সর্বশেষ খবর
স্কুলে আসার পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার পর মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
এই গরমে তরমুজ খাবেন যে ৭ কারণে
এই গরমে তরমুজ খাবেন যে ৭ কারণে
বার্সেলোনার ‘প্রতিশোধ’ মাদ্রিদ ওপেনে নিলেন নাদাল
বার্সেলোনার ‘প্রতিশোধ’ মাদ্রিদ ওপেনে নিলেন নাদাল
অস্ত্র ও গুলিসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
অস্ত্র ও গুলিসহ ৫ রোহিঙ্গা সন্ত্রাসী আটক
সর্বাধিক পঠিত
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে