X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

‘আগামী সংসদ নির্বাচনও এই সরকারের অধীনে’

টাঙ্গাইল প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫২আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২১, ১৭:৫২

কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপি যতই আন্দোলন-সংগ্রাম করুক, আগামী জাতীয় সংসদ নির্বাচন সাংবিধানিক তথা এই সরকারের অধীনে হবে। তত্ত্বাবধায়ক সরকার কিংবা অন্য কোনও উপায়ে নির্বাচন হবে না। শনিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি আবারও হুমকি দিচ্ছে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দুঃশাসন, সন্ত্রাস, জঙ্গি শাসন এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বিএনপির পায়ের তলায় মাটি নেই। তাদের সঙ্গে জনগণ নেই, তাদের আন্দোলনে কেউ সাড়া দেয় না। আমরা তাদের আন্দোলনে ভয় পাই না। রাজনৈতিকভাবে তাদের আন্দোলন-সংগ্রাম প্রতিহত করার সক্ষমতা আওয়ামী লীগের আছে।’

চন্দ্রিমা উদ্যানে বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের লাশ থাকার কোনও প্রমাণ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বিএনপির একাধিক নেতা ও সেনাশাসক হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, সেদিন চন্দ্রিমা উদ্যানে যে লাশটি এসেছিল তার গায়ে সেনাবাহিনীর পোশাক পরা ছিল। সেখানে কোনও কফিন ছিল না এবং কাফনের কাপড় পরা কোনও লাশও দেখা যায়নি। এটি নিয়ে অনেক ভুল বোঝাবুঝি আছে, সত্য একদিন উন্মোচিত হবে।’

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, বাসাইল-সখীপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম, গোপালপুর-ভূঞাপুর আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনি, জেলা প্রশাসক ড. মো. আতাউল গণি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর প্রমুখ। পরে মন্ত্রী টাঙ্গাইল শহরের পৌর উদ্যানে শ্রমিকনেতা আব্দুস সবুর খান বীর বিক্রমের স্মরণ সভার অনুষ্ঠানে যোগ দেন। এই অনুষ্ঠানে সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানও যোগ দিয়েছেন।

/এএম/
সম্পর্কিত
‘সব বিষয়েই একমত হতে হলে আলোচনার যৌক্তিকতা কী?’
মির্জা ফখরুলের সঙ্গে কানাডার হাইকমিশনারের বৈঠকফেব্রুয়ারিতেই নির্বাচনের আশা বিএনপির
ইইউ’র প্রাক-নির্বাচনি পর্যবেক্ষক দল ঢাকা আসতে পারে জুলাইয়ে
সর্বশেষ খবর
‘জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’ চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়
‘জুলাই শহীদ স্মৃতি বৃত্তি’ চালু করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়
স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে: প্রধান উপদেষ্টা
স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে: প্রধান উপদেষ্টা
ব্রহ্মপুত্রে নৌকাডুবি: এক শিক্ষার্থীর লাশ উদ্ধার, নিখোঁজ ২
ব্রহ্মপুত্রে নৌকাডুবি: এক শিক্ষার্থীর লাশ উদ্ধার, নিখোঁজ ২
জুলাই সনদ ঘোষণাসহ তিন দাবিতে ‘মার্চ ফর জুলাই রিভাইভস’ পদযাত্রা
জুলাই সনদ ঘোষণাসহ তিন দাবিতে ‘মার্চ ফর জুলাই রিভাইভস’ পদযাত্রা
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’