X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

ফেসবুক লাইভে এসে ব্যবসায়ীর আত্মহত্যা

গাজীপুর প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০২১, ২১:১৩আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ২১:১৩

গাজীপুরে ফেসবুক লাইভে এসে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন পূবাইলের স্বপন চন্দ্র দাস (৪২) নামের এক ব্যবসায়ী। বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে, মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাত ১টা ৫৫ মিনিটের দিকে নিজের শয়ন কক্ষ থেকে ফেসবুক লাইভে আসে আত্মহত্যা করেন তিনি।

নিহত স্বপন চন্দ্র দাস মহানগরের পূবাইল থানার নয়ানীপাড়া এলাকার নগেন্দ্র চন্দ্র দাসের ছেলে এবং পূবাইল থানা পূজা উদযাপন কমিটির অর্থ সম্পাদক ছিলেন। তিন সন্তানের জনক ছিলেন এ ব্যবসায়ী। তার আত্মহত্যার লাইভটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। স্বপন স্থানীয় আশার আলো সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।

জানা গেছে, মঙ্গলবার রাতে খাবার খেয়ে স্বপন চন্দ্র দাসের পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েছিলেন। বাড়িতে ছিলেন না তার স্ত্রী। ১টা ৫৫ মিনিটের দিকে ফেসবুক লাইভে এসে প্লাস্টিকের মোড়ার ওপর দাঁড়িয়ে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে তিনি পায়ের নিচ থেকে মোড়াটি সরিয়ে ফাঁসিতে ঝুলে পড়েন। কয়েক মুহূর্ত পরেই তার শরীর নিস্তেজ হয়ে পড়ে। মধ্যরাতের এ দৃশ্য প্রতিবেশী শরিফসহ অন্তত ৩০-৩৫ জন সরাসরি দেখেন।

লাইভ দেখে স্বপনের ব্যবসায়িক সহযোগী আনোয়ার হোসেনের ছেলে নীরবকে ফোন দিয়ে বিষয়টি জানান শরিফ। খবর পেয়ে প্রতিবেশী কয়েকজন দ্রুত ওই বাড়িতে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। স্বজনরা তাকে উদ্ধার করে টঙ্গী আহসানউল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের স্ত্রীসহ দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

ওই দিন দুপুরে নিজের ফেসবুক আইডি থেকে অনেকগুলো ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘জীবনের কিছু স্মৃতিময় মুহূর্ত। হয়তো এটাই জীবনের শেষ আপলোড।’ তার আত্মহত্যার বিষয়টি নিয়ে এলাকায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছেন। অনেকের ধারণা, ব্যবসায়িক পার্টনারদের মাঝে বিরোধের কারণেই তিনি আত্মহত্যা করেছেন।

পূবাইল থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম জানান, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ও লাইভে গিয়ে আত্মহত্যার বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
মিল্টন সমাদ্দারের আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ আহত
খিলগাঁওয়ে রিকশাচালকের ঝুলন্ত লাশ উদ্ধার
সর্বশেষ খবর
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
দ্বিতীয় সপ্তাহে যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ, আটক ২ সহস্রাধিক
মিল্টন সমাদ্দারের আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
মিল্টন সমাদ্দারের আরও ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
বাংলাদেশের গ্রুপে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও উইন্ডিজ
নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপবাংলাদেশের গ্রুপে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও উইন্ডিজ
ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী, চলছে  জিজ্ঞাসাবাদ
ডিবি কার্যালয়ে মিল্টন সমাদ্দারের স্ত্রী, চলছে জিজ্ঞাসাবাদ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি