X
সোমবার, ২০ মে ২০২৪
৬ জ্যৈষ্ঠ ১৪৩১

চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নিতেন তারা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৩ অক্টোবর ২০২১, ১৫:২৯আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১৫:২৯

নারায়ণগঞ্জে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) সিদ্ধিরগঞ্জের সাহেবপাড়া ও নগরীর চাষাড়া তোলারাম কলেজরোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব।

বুধবার (১৩ অক্টোবর) দুপুরে র‍্যাব-১১ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো—এনআরএস ফোর্স সিকিউরিটি সার্ভিস লিমিটেডের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম (৩১), এমডি মো. সাইফুল ইসলাম (২৮) এবং এমআরএম ফোর্সেস সিকিউরিটি সার্ভিস লিমিটেডের চেয়ারম্যান মো. রায়হান (৩০)।

এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ভিজিটিং কার্ড, চাকরি প্রত্যাশীদের ভর্তি ফরম, সিল, অফিস শর্তাবলীর অঙ্গীকারনামা, সিকিউরিটি ইউনিফর্ম ও আয়-ব্যয়ের রেজিস্টার, এটিএম কার্ড, টাকার রশিদ জব্দ করা হয়। সেই সঙ্গে চাকরি প্রত্যাশী আট জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-১১ এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা জানান, প্রতিষ্ঠান দুটি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে লোভনীয় বেতনে চাকরির বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করে আসছিল। বিভিন্ন কোম্পানিতে লোক নিয়োগের প্রলোভন দেখিয়ে প্রত্যেকের কাছ থেকে রেজিস্ট্রেশন ও মেডিক্যাল ফিসহ জনপ্রতি প্রায় সাত থেকে ১৫ হাজার টাকা হাতিয়ে নিতো। বিভিন্ন প্রতিষ্ঠানের সিকিউরিটি গার্ড, প্রজেক্ট হেলপার, মার্কেটিং ম্যানেজার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, রড মিস্ত্রি ও রাজমিস্ত্রি প্রভৃতি পদে ১০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত বেতনের প্রলোভন দেখিয়ে চাকরি প্রত্যাশীদের প্রলুব্ধ করতো।

প্রতিষ্ঠান দুটি নারায়ণগঞ্জের সাহেবপাড়া ও চাষাড়া এলাকায় সুসজ্জিত অফিস ভাড়া নিয়ে বিভিন্ন বেনামি প্রতিষ্ঠানের ভুয়া নিয়োগপত্র দেখিয়ে প্রতারণা করতো। পরবর্তীতে ঘন ঘন অফিস পরিবর্তন করে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করে আসছিল। মাসের পর মাস অফিসে আসা-যাওয়া করে চাকরি না পেয়ে প্রতারণার বিষয়টি বুঝতে পারে বেশ কয়েক জন। অনেকে প্রদেয় টাকা ফেরত চাইলে তাদেরকে ভয়-ভীতি, হুমকি প্রদর্শন এমনকি মারধরও করতো।

গত ছয় মাসে ১২ শতাধিক মানুষের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নেয় এমআরএম ফোর্সেস সিকিউরিটি। প্রতিষ্ঠানটি আগেও বিভিন্ন নামে রাজধানীসহ দেশের বেশ কয়েকটি স্থানে একই রকমের প্রতারণা করেছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানার প্রতারণার অভিযোগে পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে।

/এসএইচ/
সম্পর্কিত
ধর্ষণের অভিযোগে গ্রেফতার জুজুৎসুর নিউটন
‘স্বামীকে হারিয়েছি, এখন কী করবো বুঝতে পারছি না’
সেলসম্যান অন্যমনস্ক হলেই আইফোন নিয়ে পালাতো সাগর
সর্বশেষ খবর
প্রবাসীর স্বর্ণ ছিনতাই: পুলিশের এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
প্রবাসীর স্বর্ণ ছিনতাই: পুলিশের এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
এক এজেন্সির ২৬০ হজযাত্রীর কারও ভিসা হয়নি, কারণ দর্শানো নির্দেশ
এক এজেন্সির ২৬০ হজযাত্রীর কারও ভিসা হয়নি, কারণ দর্শানো নির্দেশ
‘দরিদ্ররা সরকারি স্বাস্থ্যসেবার ২০ শতাংশও ভোগ করতে পারে না’
‘দরিদ্ররা সরকারি স্বাস্থ্যসেবার ২০ শতাংশও ভোগ করতে পারে না’
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
রাইসির হেলিকপ্টারের অবস্থান ‘শনাক্ত’, সুসংবাদের প্রত্যাশা
সর্বাধিক পঠিত
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
শনিবার ক্লাস চলবে ডাবল শিফটের স্কুলে
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
ভারতীয় পেঁয়াজে রফতানি মূল্য নির্ধারণ, বিপাকে আমদানিকারকরা
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
এনবিআর চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
হিমায়িত মাংস আমদানিতে নীতিমালা হচ্ছে
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ
আগামী ৩ দিন হতে পারে বৃষ্টি, কমবে তাপপ্রবাহ